Ajker Patrika

কানাডায় কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদ্‌যাপন

আপডেট : ১৩ মে ২০২৪, ২১: ৩৪
কানাডায় কুইন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা নববর্ষ উদ্‌যাপন

কানাডার অন্টারিও প্রদেশে কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও নববর্ষ উদ্‌যাপন করেন। 

অধ্যয়ন ও গবেষণার পাশাপাশি নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার প্রয়াসে গত ২৬ এপ্রিল অনুষ্ঠানে আলোচনা ছাড়াও বাংলা গান ও কবিতা উপস্থাপন করা হয়। 

কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও নববর্ষ উদ্‌যাপন করেছেন। ছবি: সংগৃহীতঅনুষ্ঠানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন নাফিজ সাদমান। আন্তর্জাতিক পরিমণ্ডলে নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর নিজ নিজ ভাষা ও সংস্কৃতির মেলবন্ধনে সবার অন্তর্ভুক্তি ও বিকাশের ওপর আলোকপাত করেন কুইন্স বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্টাডিজ ও পোস্ট ডক্টরাল বিষয়ক ডিন প্রফেসর ড. ফাহিম কাদির। 

প্রধান অতিথি ছিলেন প্রাদেশিক আইন সভার সদস্য ড. টেড সু। বিশেষ অতিথি ছিলেন কুইন্স আন্তর্জাতিক কেন্দ্রের পরিচালক সুলতান আল মাজিল। অনুষ্ঠানে কানাডাসহ নাইজেরিয়া, চীন, ঘানা, ভারত  ও ইরানের ছাত্রছাত্রীরা নিজ নিজ ভাষায় কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। অন্টারিও আদিবাসীদের পক্ষ থেকে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ছিল উল্লেখযোগ্য। 

কুইন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মাতৃভাষা ও নববর্ষ উদ্‌যাপন করেছেন। ছবি: সংগৃহীতঅনুষ্ঠানটি সঞ্চালন করেন সুমাইয়া আফরিন বহ্নি এবং মীর মেহেদী আল হাম্মাদি। সমাপনী বক্তব্য দেন সুমাইয়া চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ ও দেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত