নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কমলাপুর রেলস্টেশনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন গেটকিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের শ্রমিকেরা। বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে কমলাপুর রেলওয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রকল্পের শত শত গেটকিপার কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গেটকিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের দপ্তর সম্পাদক মো. আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীর একনেক সভার নির্দেশনা অনুযায়ী রাজস্বকরণ বাস্তবায়ন না করায় আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের নিয়োগ যত দিন পর্যন্ত রাজস্ব খাতে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি না করা হবে, তত দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে।’
আল মামুন বলেন, ‘রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিংগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন শীর্ষক দুটি প্রকল্প হাতে নেওয়া হয় ২০১৫ সালে। এর মধ্যে ১ হাজার ৮৮৯ জন গেটকিপারকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। দুবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, তার পরও আমাদের স্থায়ী করা হয়নি।’
কর্মসূচিতে অংশ নেওয়া সাইফুল ইসলাম নামের এক গেটকিপার বলেন, ‘তিন থেকে চার মাস পরপর আমাদের বেতন দেওয়া হচ্ছে। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। দীর্ঘদিন যাবৎ কাজ করছি, কিন্তু চাকরি স্থায়ী করা হচ্ছে না।’
‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

রাজস্ব খাতে চাকরি স্থায়ীকরণের দাবিতে কমলাপুর রেলস্টেশনে অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন গেটকিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের শ্রমিকেরা। বাংলাদেশ রেলওয়ের মানোন্নয়ন শীর্ষক প্রকল্পের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের চাকরি স্থায়ীকরণের দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে কমলাপুর রেলওয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রকল্পের শত শত গেটকিপার কর্মসূচিতে অংশ নিয়েছেন।
গেটকিপার রাজস্বকরণ বাস্তবায়ন ঐক্য পরিষদ পূর্ব ও পশ্চিম অঞ্চলের দপ্তর সম্পাদক মো. আল মামুন বলেন, ‘প্রধানমন্ত্রীর একনেক সভার নির্দেশনা অনুযায়ী রাজস্বকরণ বাস্তবায়ন না করায় আমরা এই অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের ১ হাজার ৮৮৯ জন গেটকিপারের নিয়োগ যত দিন পর্যন্ত রাজস্ব খাতে স্থায়ী করে প্রজ্ঞাপন জারি না করা হবে, তত দিন পর্যন্ত এই কর্মসূচি চলবে।’
আল মামুন বলেন, ‘রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিংগুলোর পুনর্বাসন ও মানোন্নয়ন শীর্ষক দুটি প্রকল্প হাতে নেওয়া হয় ২০১৫ সালে। এর মধ্যে ১ হাজার ৮৮৯ জন গেটকিপারকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়। দুবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, তার পরও আমাদের স্থায়ী করা হয়নি।’
কর্মসূচিতে অংশ নেওয়া সাইফুল ইসলাম নামের এক গেটকিপার বলেন, ‘তিন থেকে চার মাস পরপর আমাদের বেতন দেওয়া হচ্ছে। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। দীর্ঘদিন যাবৎ কাজ করছি, কিন্তু চাকরি স্থায়ী করা হচ্ছে না।’
‘বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন’ শীর্ষক প্রকল্প দুটি ২০১৫ সালের ২৫ জুন একনেক সভায় অনুমোদিত হয়। মূল প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে। পাশাপাশি একনেক সভার নির্দেশনাক্রমে পূর্বাঞ্চলে ৮২৯ ও পশ্চিমাঞ্চলে ৮৫১ জনকে গেটকিপার হিসেবে পদায়ন করা হয়েছে। তাই প্রকল্প দুটির আওতায় সংস্থানকৃত গেটকিপারদের রাজস্ব খাতে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে