প্রতিনিধি, ঢাবি

পরীমণিকে তথ্য উদ্ঘাটনের জন্য নয় বরং ছুঁয়ে দেখতে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। আজ শনিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পরীমণির ন্যায় বিচার দাবিতে 'শিল্পীর পাশে' ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
পরীমণিকে বারবার রিমান্ডে নিয়ে যাওয়া নিয়ে আজাদ আবুল কালাম বলেন,‘আপনারা তাঁর কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে নিয়ে যাচ্ছেন না। বরং খুব কাছ থেকে তাকে দেখার জন্য নিয়ে যাচ্ছেন এবং সুযোগ খুঁজছেন ছুঁয়ে দেখা যায় কি-না ! না হলে তথ্য উদ্ঘাটনের জন্য সাত দিন আট দিন লাগতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা এক ধরনের নোংরামি।
আজাদ আবুল কালাম আরও বলেন ,‘ পরীমণির মুক্তি বা তার সুষ্ঠু বিচার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে অরাজকতা চলছে, লুটপাট, ধর্ষণ, বিচারহীনতা। তার বিপরীতে যেন এমন একজন লোককে পাওয়া গেছে যাকে সকল ধরনের নির্যাতন চলাতে যেতে পারে। এবং সে ক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে নারী। আর সে মডেল বা অভিনেত্রী হলে তাহলে আরও ভালো। আমি জানি না এর পেছনে কারা রয়েছে তবে খুবই শক্তিশালী একটি পক্ষ রয়েছে। ’
এ সময় নির্মাতা অপরাজিতা সঙ্গীতার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, অভিনয় শিল্পী ঝুনা চৌধুরী, সাংস্কৃতিক কর্মী রোম্মান রশীদ,নাট্য পরিচালক সেতু আরিফ,অভিনয় শিল্পী অনামিকা জ্যোতি, অভিনয় শিল্পী রাজদ্বীপা, চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবীব প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী খাদিজা বেগম জোনাকি ও আসমা আলম।
সমাবেশ শেষে অপরাজিতা সঙ্গীতা আগামীকাল রোববার বিকাল সাড়ে চারটায় শাহবাগ আবারও পরীমণির মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেন।

পরীমণিকে তথ্য উদ্ঘাটনের জন্য নয় বরং ছুঁয়ে দেখতে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন নাট্যব্যক্তিত্ব আজাদ আবুল কালাম। আজ শনিবার বিকেল ৪ টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পরীমণির ন্যায় বিচার দাবিতে 'শিল্পীর পাশে' ব্যানারে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
পরীমণিকে বারবার রিমান্ডে নিয়ে যাওয়া নিয়ে আজাদ আবুল কালাম বলেন,‘আপনারা তাঁর কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য তাকে নিয়ে যাচ্ছেন না। বরং খুব কাছ থেকে তাকে দেখার জন্য নিয়ে যাচ্ছেন এবং সুযোগ খুঁজছেন ছুঁয়ে দেখা যায় কি-না ! না হলে তথ্য উদ্ঘাটনের জন্য সাত দিন আট দিন লাগতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা এক ধরনের নোংরামি।
আজাদ আবুল কালাম আরও বলেন ,‘ পরীমণির মুক্তি বা তার সুষ্ঠু বিচার দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে অরাজকতা চলছে, লুটপাট, ধর্ষণ, বিচারহীনতা। তার বিপরীতে যেন এমন একজন লোককে পাওয়া গেছে যাকে সকল ধরনের নির্যাতন চলাতে যেতে পারে। এবং সে ক্ষেত্রে সবচেয়ে ভালো উপাদান হচ্ছে নারী। আর সে মডেল বা অভিনেত্রী হলে তাহলে আরও ভালো। আমি জানি না এর পেছনে কারা রয়েছে তবে খুবই শক্তিশালী একটি পক্ষ রয়েছে। ’
এ সময় নির্মাতা অপরাজিতা সঙ্গীতার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন চলচ্চিত্র নির্মাতা নোমান রবিন, অভিনয় শিল্পী ঝুনা চৌধুরী, সাংস্কৃতিক কর্মী রোম্মান রশীদ,নাট্য পরিচালক সেতু আরিফ,অভিনয় শিল্পী অনামিকা জ্যোতি, অভিনয় শিল্পী রাজদ্বীপা, চলচ্চিত্র নির্মাতা রাকিবুল হাসান, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব, চলচ্চিত্র পরিচালক হাবিবুল ইসলাম হাবীব প্রমুখ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী খাদিজা বেগম জোনাকি ও আসমা আলম।
সমাবেশ শেষে অপরাজিতা সঙ্গীতা আগামীকাল রোববার বিকাল সাড়ে চারটায় শাহবাগ আবারও পরীমণির মুক্তির দাবিতে সমাবেশের ঘোষণা দেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে