নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

গতকাল রোববার সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। আজ সোমবার ঈদুল আজহার দ্বিতীয় দিন। প্রথম দিনের মতো আজও সারা দেশে পশু কোরবানি দিচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
রাজধানীর মিরপুরের বাসিন্দা মফিদুল ইসলাম। আজ নিজের বাসার নিচে কোরবানি দিচ্ছেন তিনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল ভালো কসাইয়ের সিরিয়াল পাইনি। তাই আজকে সকালে পরিবারের সকলে মিলে গরু কোরবানি দিচ্ছি।
মোহাম্মদপুরের বাসিন্দা আইয়ুব আনসারি জানালেন, গতকাল পরিবারের সঙ্গে একটি গরু কোরবানি দিয়েছেন তিনি। তবে আজ আবার একটা খাসি কোরবানি দিচ্ছেন তিনি।
রাজধানীর পুরান ঢাকা ঘুরে দেখা গেছে, ঈদের দ্বিতীয় দিন অনেকেই পশু কোরবানি দিচ্ছেন।
আরমানিটোলার নাবিল আজকের পত্রিকা বলেন, ঈদের দিন এই এলাকায় কসাই পাওয়া যায় না বললেই চলে। তবে সাধারণত ঈদের রাতে আমরা কোরবানি দেই। এবার সেটাও হয়নি। তাই আজ কোরবানি দিচ্ছি।
লালবাগের হাসান আব্দুল্লাহ বলেন, ঈদের দিন তো সবাই কোরবানি দেয়। ইসলামে কোরবানি আজকে দেওয়ারও বিধান আছে, তাই আজকে শান্তিতে কোরবানি দিচ্ছি।
ইসলামের বিধান অনুযায়ী, ঈদের দিন ছাড়াও দুদিন অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন ও ঈদের তৃতীয় দিন সূর্যাস্তের আগ পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে।
এদিকে কোরবানির বর্জ্য অপসারণে তৎপর রয়েছেন দুই সিটি করপোরেশনের কর্মীরা। এরই মধ্যে গতকালের কোরবানির অনেক বর্জ্য অপসারণ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মধ্যরাতের মধ্যে ৫৮টি ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণকৃত ওয়ার্ডগুলো হলো-১,৩, ৬,৮, ৯,১০, ১২,১৩, ১৪,১৬, ১৭,১৮, ২০,২১, ২৩-৩৩,৩৬-৪৪, ৪৯,৫১-৬৩, ৬৬-৭৫ নম্বর ওয়ার্ড। এ ছাড়া ৫,১১, ১৯,২২, ৩৪,৪৮, ৬৪ নম্বর ওয়ার্ড অর্থাৎ ৭টি ওয়ার্ড থেকে ইতিমধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এ পর্যন্ত সার্বিকভাবে ডিএসসিসির ৯০ শতাংশের বেশি বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৪ ঘণ্টা আগে