নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছে। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ছিদ্রের আশপাশে আগুন না জ্বালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে ৷ নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ।’
হঠাৎ করে এতগুলো স্থানে ছিদ্র হওয়ার কারণ সম্পর্কে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির কারণে কল কারখানা বন্ধ থাকায় তিতাসের লাইনের গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ সরবরাহ বেড়ে দেওয়ায়, লাইনে চাপ পড়ে যায়। এতে লাইনের পূর্বে থাকা লিকেজগুলো দিয়ে গ্যাস বের হতে থাকে আর চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।’
তিতাসের এমডি জানান, পাইপলাইনের ছিদ্রপথে গ্যাস নির্গমন কমাতে কর্মকর্তাদের গ্যাসের চাপ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নরসিংদী থেকে ডেমরা একটা বিতরণ (ডিস্ট্রিবিউশন) লাইন রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন ছিল। তবে আজকে সব ঠিক করে যখন সাপ্লাই দেওয়া শুরু করা হয়েছে, তখন হঠাৎ চাপ পড়ায় আশপাশের এলাকায় গ্যাস পাইপে লিকেজ দেখা গেছে।’
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় তিতাসের পাইপলাইনে ছিদ্র দেখা দিয়েছে।
তিতাস গ্যাস সূত্র বলছে, ঢাকায় ৬০ শতাংশ এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে।

রাজধানীর বেশ কয়েকটি এলাকায় তিতাসের গ্যাস পাইপলাইন ছিদ্রের ঘটনা ঘটেছে। পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। গ্যাসের গন্ধে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ছিদ্রের আশপাশে আগুন না জ্বালানোর পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে ৷ নগরবাসীকে আতঙ্কিত না হবার পরামর্শ।’
হঠাৎ করে এতগুলো স্থানে ছিদ্র হওয়ার কারণ সম্পর্কে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ হারুন অর রশীদ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘ছুটির কারণে কল কারখানা বন্ধ থাকায় তিতাসের লাইনের গ্যাসের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ সরবরাহ বেড়ে দেওয়ায়, লাইনে চাপ পড়ে যায়। এতে লাইনের পূর্বে থাকা লিকেজগুলো দিয়ে গ্যাস বের হতে থাকে আর চারপাশে গন্ধ ছড়িয়ে পড়ে। আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।’
তিতাসের এমডি জানান, পাইপলাইনের ছিদ্রপথে গ্যাস নির্গমন কমাতে কর্মকর্তাদের গ্যাসের চাপ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘নরসিংদী থেকে ডেমরা একটা বিতরণ (ডিস্ট্রিবিউশন) লাইন রয়েছে। রক্ষণাবেক্ষণের কাজে গ্যাস সংযোগটি বিচ্ছিন্ন ছিল। তবে আজকে সব ঠিক করে যখন সাপ্লাই দেওয়া শুরু করা হয়েছে, তখন হঠাৎ চাপ পড়ায় আশপাশের এলাকায় গ্যাস পাইপে লিকেজ দেখা গেছে।’
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, মতিঝিল, আরামবাগ, মগবাজার, বাড্ডা, বাসাবো, মুগদা নাখালপাড়া, হাজারীবাগসহ আরও বেশ কয়েকটি এলাকায় তিতাসের পাইপলাইনে ছিদ্র দেখা দিয়েছে।
তিতাস গ্যাস সূত্র বলছে, ঢাকায় ৬০ শতাংশ এলাকায় তিতাস গ্যাসের পাইপলাইনে ছিদ্র ধরা পড়েছে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে