Ajker Patrika

ডেমরায় ছিনতাইকালে গ্রেপ্তার তিন যুবক

ডেমরায় ছিনতাইকালে গ্রেপ্তার তিন যুবক

রাজধানীর ডেমরায় ছিনতাইকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা-পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে ডেমরা-রামপুরা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা স্টাফ কোয়ার্টারের হাজী হোসেন প্লাজা মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের আটক করে তল্লাশি করা। তল্লাশি করে তাঁদের কাছ থেকে ২টি চাকু, ৫০ গ্রাম ওজনের মরিচ গুঁড়ার প্যাকেট ও ঝান্ডু বাম নামে ১টি মলমের প্যাকেট উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মশুরদী গ্রামের মো. বাচ্চু (২৯), শরীয়তপুরের পালং থানার চরশূন্যঘোষ উপজেলার মো. শান্ত (২৭) ও ডেমরা থানার সারুলিয়া এলাকার মো. ফারুক হোসেন (২৫)। তাঁদের বিরুদ্ধে রোববার রাতেই ডেমরা থানায় পেনাল কোডে মামলা হয়েছে। 
 
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রতিনিয়ত ডেমরা থানা ও আশপাশের থানা এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই করে আসছিল। এমন অভিযোগ পেয়ে ওই এলাকায় অবিযান চালায় পুলিশের একটি টহল দল। অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

শৈত্যপ্রবাহ বইতে পারে কয়েক দিন, কোথায় জানাল আবহাওয়া অফিস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত