ঢাবি প্রতিনিধি

রেলওয়ের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা সেই মহিউদ্দিন রনি হতাশ। তাঁকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তাই আগামী ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদারের আমন্ত্রণে রেলভবনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি।
মহিউদ্দিন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা চলে যাওয়ার পরেও আমাকে দেওয়া আশ্বাস বাস্তবায়ন করেনি। আমাকে দাবি বাস্তবায়ন করার কথা বলে ঠকানো হয়েছে। আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা জনগণকে জানানোর কথা বলেছি।’
মহিউদ্দিন আরও বলেন, ‘আমি যখন এই বিষয়গুলো নিয়ে বলেছি তখন মন্ত্রী বলেছেন—দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব নয়, তুমি আমার চেয়ারে এসে বসো। তখন আমি বললাম, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি সেই বিশ্ববিদ্যালয়ের। আপনার চেয়ারে বসলে আমি সমস্যার সমাধান করেই ছাড়ব। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান।’
আশ্বাস দিয়ে দাবি বাস্তবায়ন না হওয়ায় তিনি অসন্তুষ্ট উল্লেখ করে বলেন, ‘আমার দাবিতে আমি অটল। আমি আন্দোলন করেই যাব, দাবিগুলো বাস্তবায়ন করে ছাড়ব। এই মাসের মধ্যে দাবি মানা না হলে ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামব।’
গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির বন্ধসহ ছয় দফা দাবিতে হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন রনি। পরে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি আদায়ের আশ্বাস দিলে তিনি কর্মসূচি স্থগিত করেন।

রেলওয়ের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা সেই মহিউদ্দিন রনি হতাশ। তাঁকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তাই আগামী ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদারের আমন্ত্রণে রেলভবনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি।
মহিউদ্দিন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা চলে যাওয়ার পরেও আমাকে দেওয়া আশ্বাস বাস্তবায়ন করেনি। আমাকে দাবি বাস্তবায়ন করার কথা বলে ঠকানো হয়েছে। আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা জনগণকে জানানোর কথা বলেছি।’
মহিউদ্দিন আরও বলেন, ‘আমি যখন এই বিষয়গুলো নিয়ে বলেছি তখন মন্ত্রী বলেছেন—দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব নয়, তুমি আমার চেয়ারে এসে বসো। তখন আমি বললাম, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি সেই বিশ্ববিদ্যালয়ের। আপনার চেয়ারে বসলে আমি সমস্যার সমাধান করেই ছাড়ব। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান।’
আশ্বাস দিয়ে দাবি বাস্তবায়ন না হওয়ায় তিনি অসন্তুষ্ট উল্লেখ করে বলেন, ‘আমার দাবিতে আমি অটল। আমি আন্দোলন করেই যাব, দাবিগুলো বাস্তবায়ন করে ছাড়ব। এই মাসের মধ্যে দাবি মানা না হলে ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামব।’
গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির বন্ধসহ ছয় দফা দাবিতে হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন রনি। পরে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি আদায়ের আশ্বাস দিলে তিনি কর্মসূচি স্থগিত করেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ আলম মণ্ডল দীর্ঘদিন ধরে পরিষদে অনুপস্থিত থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের সাধারণ মানুষ। জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ নিত্যপ্রয়োজনীয় সেবা নিতে এসে দিনের পর দিন ঘুরে ফিরছেন সেবাপ্রত্যাশীরা।
৬ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতি
৬ ঘণ্টা আগে
বাংলাদেশের ওষুধশিল্প বর্তমানে গভীর সংকটের মুখে। গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের বাইরে দেশের প্রায় ৬০ শতাংশ ওষুধ কোম্পানি রুগ্ণ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। নীতিসহায়তা ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত না এলে দেশের ওষুধে স্বয়ংসম্পূর্ণতা মারাত্মক ঝুঁকিতে পড়বে বলে
৬ ঘণ্টা আগে
সুনামগঞ্জের হাওরগুলোতে গেল বর্ষায় প্রচণ্ড পানিস্বল্পতা ছিল। পানি কম থাকায় অক্ষত রয়েছে অধিকাংশ ফসল রক্ষা বাঁধ। বিগত সময়ের তুলনায় ক্লোজারও (বড় ভাঙন) কমেছে সম্ভাব্য বাঁধগুলোতে। কিন্তু যেনতেন প্রাক্কলন, মনগড়া জরিপের মাধ্যমে বাড়ানো হয়েছে বরাদ্দ। হাওর সচেতন মানুষের অভিযোগ, বরাদ্দ বাড়িয়ে সরকারি অর্থ লুটপাট
৬ ঘণ্টা আগে