ঢাবি প্রতিনিধি

রেলওয়ের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা সেই মহিউদ্দিন রনি হতাশ। তাঁকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তাই আগামী ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদারের আমন্ত্রণে রেলভবনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি।
মহিউদ্দিন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা চলে যাওয়ার পরেও আমাকে দেওয়া আশ্বাস বাস্তবায়ন করেনি। আমাকে দাবি বাস্তবায়ন করার কথা বলে ঠকানো হয়েছে। আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা জনগণকে জানানোর কথা বলেছি।’
মহিউদ্দিন আরও বলেন, ‘আমি যখন এই বিষয়গুলো নিয়ে বলেছি তখন মন্ত্রী বলেছেন—দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব নয়, তুমি আমার চেয়ারে এসে বসো। তখন আমি বললাম, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি সেই বিশ্ববিদ্যালয়ের। আপনার চেয়ারে বসলে আমি সমস্যার সমাধান করেই ছাড়ব। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান।’
আশ্বাস দিয়ে দাবি বাস্তবায়ন না হওয়ায় তিনি অসন্তুষ্ট উল্লেখ করে বলেন, ‘আমার দাবিতে আমি অটল। আমি আন্দোলন করেই যাব, দাবিগুলো বাস্তবায়ন করে ছাড়ব। এই মাসের মধ্যে দাবি মানা না হলে ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামব।’
গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির বন্ধসহ ছয় দফা দাবিতে হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন রনি। পরে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি আদায়ের আশ্বাস দিলে তিনি কর্মসূচি স্থগিত করেন।

রেলওয়ের অব্যবস্থাপনা, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে আলোচনায় আসা সেই মহিউদ্দিন রনি হতাশ। তাঁকে দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখেনি রেলওয়ে কর্তৃপক্ষ। তাই আগামী ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন ও রেলওয়ের মহাপরিচালক (ডিজি) ধীরেন্দ্র নাথ মজুমদারের আমন্ত্রণে রেলভবনে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রনি।
মহিউদ্দিন রনি আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয় ও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে আমার দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমা চলে যাওয়ার পরেও আমাকে দেওয়া আশ্বাস বাস্তবায়ন করেনি। আমাকে দাবি বাস্তবায়ন করার কথা বলে ঠকানো হয়েছে। আমাকে যে আশ্বাস দেওয়া হয়েছে সেটা জনগণকে জানানোর কথা বলেছি।’
মহিউদ্দিন আরও বলেন, ‘আমি যখন এই বিষয়গুলো নিয়ে বলেছি তখন মন্ত্রী বলেছেন—দুই বছরেও বাস্তবায়ন করা সম্ভব নয়, তুমি আমার চেয়ারে এসে বসো। তখন আমি বললাম, আপনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমি সেই বিশ্ববিদ্যালয়ের। আপনার চেয়ারে বসলে আমি সমস্যার সমাধান করেই ছাড়ব। তখন তিনি বিষয়টি এড়িয়ে যান।’
আশ্বাস দিয়ে দাবি বাস্তবায়ন না হওয়ায় তিনি অসন্তুষ্ট উল্লেখ করে বলেন, ‘আমার দাবিতে আমি অটল। আমি আন্দোলন করেই যাব, দাবিগুলো বাস্তবায়ন করে ছাড়ব। এই মাসের মধ্যে দাবি মানা না হলে ১ নভেম্বর থেকে আবার আন্দোলনে নামব।’
গত ৭ জুলাই রেলওয়ের অব্যবস্থাপনা ও যাত্রী হয়রানির বন্ধসহ ছয় দফা দাবিতে হাতে শিকল বেঁধে কমলাপুর রেলস্টেশনে অবস্থান শুরু করেন রনি। পরে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি আদায়ের আশ্বাস দিলে তিনি কর্মসূচি স্থগিত করেন।

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
১১ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
১৪ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন যুবদল নেতা আবুল বাশার বাদশাকে কুপিয়ে, পিটিয়ে দুই পা থেঁতলে দেওয়া হয়েছে। গতকাল রোববার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগী ও স্বজনদের।
৩১ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন অন্তত ৯ জন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাতহলিদা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগে