
সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনার অন্যতম বিষয় হচ্ছে ইসরায়েল এর প্রতিষ্ঠান এনএসও কর্তৃক তৈরি পেগাসাস স্পেসওয়্যার। বাংলাদেশের গণ মাধ্যমগুলোও বেশ গুরুত্বের সঙ্গে বিষয়টি উপস্থাপন করে যাচ্ছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন যেহেতু গ্রাহকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করে তাই এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে।
আজ শনিবার পেগাসাস স্পাইওয়্যার নিয়ে উদ্বেগ ও সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দাবি করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। বিবৃতিতে তিনি বলেন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিভিন্ন দেশে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনের নজরদারি চালানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে, এমন ৫০ হাজার ফোন নাম্বার এর তালিকা প্রকাশ করেছে পত্রিকাটি। ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ এর তৈরি পেগাসাস স্পাইওয়্যার নাগরিকদের ব্যবহৃত মুঠোফোনে প্রবেশ করে ঐ ব্যক্তির ইমেইল, এড্রেস, কল রেকর্ড, ছবি এমনকি মুঠোফোনে সংরক্ষিত সকল মোবাইল নাম্বার নিয়ে নিতে পারে। তবে নিয়ম অনুযায়ী এই পেগাসাস স্পাইওয়্যার প্রযুক্তি এর গ্রাহক কেবলমাত্র সরকারি গোয়েন্দা সংস্থা ব্যবহার করতে পারেন। সাধারণ ব্যক্তি বা সংস্থার কাছে এই প্রযুক্তি বিক্রয়ের নিয়ম নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্বের ১৭টি প্রথম সারির গণমাধ্যমের অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন দেশের সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, অধিকার কর্মী ছাড়াও সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ওপর নজরদারি করছে পেগাসাস স্পাই। যদিও প্রথম তথ্যের মধ্যে ১০ দেশের তালিকায় বাংলাদেশ নেই। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের নাম রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ দৈনিক ওয়াশিংটন পোস্ট যারা এই অনুসন্ধানের পার্টনার তারা বলছে, বাংলাদেশেও রয়েছে। আমরা জানি ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি বছরের শুরুর দিকে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এক প্রতিবেদনে ইসরায়েল থেকে ইমচী ক্যাচার কিনেছে বাংলাদেশ এই প্রতিবেদন প্রকাশ করে। এই সংবাদের তীব্র প্রতিবাদ করেছিল বাংলাদেশ সরকার। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের বক্তব্য এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমনটি প্রচারণা চালানো হয় বলে আমরা মনে করি। তবে পেগাসাস স্পাইওয়্যারের সংবাদ হালকাভাবে দেখার কোন সুযোগ নেই। এতে দেশের নিরাপত্তা, ভাবমূর্তি এবং সংবিধান অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ সংবিধানের ৪৩ (খ) ধারায় প্রত্যেক নাগরিকের তথ্যের গোপনীয়তা নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে অন্য দেশ থেকে আমাদের দেশের সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবাদিক, অধিকার কর্মী বা রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর নজরদারি করা হচ্ছে কিনা তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানাই। এবং বিষয়টি আন্তর্জাতিকভাবেই পরিষ্কার করতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।

সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে আন্তর্জাতিক মহলে আলোচনা-সমালোচনার অন্যতম বিষয় হচ্ছে ইসরায়েল এর প্রতিষ্ঠান এনএসও কর্তৃক তৈরি পেগাসাস স্পেসওয়্যার। বাংলাদেশের গণ মাধ্যমগুলোও বেশ গুরুত্বের সঙ্গে বিষয়টি উপস্থাপন করে যাচ্ছে। বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন যেহেতু গ্রাহকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করে তাই এই বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে।
আজ শনিবার পেগাসাস স্পাইওয়্যার নিয়ে উদ্বেগ ও সরকারের পক্ষ থেকে বিষয়টি সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দাবি করে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করতে গণমাধ্যমে এক বিবৃতি প্রদান করেছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। বিবৃতিতে তিনি বলেন, ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে বিভিন্ন দেশে পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে ফোনের নজরদারি চালানো হয়েছে বা চেষ্টা করা হয়েছে, এমন ৫০ হাজার ফোন নাম্বার এর তালিকা প্রকাশ করেছে পত্রিকাটি। ইসরায়েলি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ এর তৈরি পেগাসাস স্পাইওয়্যার নাগরিকদের ব্যবহৃত মুঠোফোনে প্রবেশ করে ঐ ব্যক্তির ইমেইল, এড্রেস, কল রেকর্ড, ছবি এমনকি মুঠোফোনে সংরক্ষিত সকল মোবাইল নাম্বার নিয়ে নিতে পারে। তবে নিয়ম অনুযায়ী এই পেগাসাস স্পাইওয়্যার প্রযুক্তি এর গ্রাহক কেবলমাত্র সরকারি গোয়েন্দা সংস্থা ব্যবহার করতে পারেন। সাধারণ ব্যক্তি বা সংস্থার কাছে এই প্রযুক্তি বিক্রয়ের নিয়ম নেই। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিশ্বের ১৭টি প্রথম সারির গণমাধ্যমের অনুসন্ধানে দেখা যায় বিভিন্ন দেশের সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, অধিকার কর্মী ছাড়াও সরকারি-বেসরকারি ঊর্ধ্বতন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের ওপর নজরদারি করছে পেগাসাস স্পাই। যদিও প্রথম তথ্যের মধ্যে ১০ দেশের তালিকায় বাংলাদেশ নেই। তবে দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের নাম রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ দৈনিক ওয়াশিংটন পোস্ট যারা এই অনুসন্ধানের পার্টনার তারা বলছে, বাংলাদেশেও রয়েছে। আমরা জানি ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি বছরের শুরুর দিকে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এক প্রতিবেদনে ইসরায়েল থেকে ইমচী ক্যাচার কিনেছে বাংলাদেশ এই প্রতিবেদন প্রকাশ করে। এই সংবাদের তীব্র প্রতিবাদ করেছিল বাংলাদেশ সরকার। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের বক্তব্য এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এমনটি প্রচারণা চালানো হয় বলে আমরা মনে করি। তবে পেগাসাস স্পাইওয়্যারের সংবাদ হালকাভাবে দেখার কোন সুযোগ নেই। এতে দেশের নিরাপত্তা, ভাবমূর্তি এবং সংবিধান অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কারণ সংবিধানের ৪৩ (খ) ধারায় প্রত্যেক নাগরিকের তথ্যের গোপনীয়তা নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে অন্য দেশ থেকে আমাদের দেশের সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংবাদিক, অধিকার কর্মী বা রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর নজরদারি করা হচ্ছে কিনা তা সরকারকে খতিয়ে দেখার আহ্বান জানাই। এবং বিষয়টি আন্তর্জাতিকভাবেই পরিষ্কার করতে সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি।

বিগত ২০২৫ সালে রাজধানীতে ৪০৯টি সড়ক দুর্ঘটনায় ২১৯ জন নিহত এবং ৫১১ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার বড় অংশ ঘটেছে রাত ও সকালে। আর দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে যাত্রাবাড়ী, ডেমরা, মোহাম্মদপুর, কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর সড়ককে। ২০২৫ সালে রাজধানীতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে এসব...
৪ মিনিট আগে
১ মাস ২০ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি শুরু হয়েছে। আমদানির অনুমতি পাওয়ার তিন দিনের মাথায় আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভারত থেকে চাল নিয়ে দুটি ট্রাক বন্দরে প্রবেশ করে। বন্দরের ৩২ জন আমদানিকারক এখন পর্যন্ত ১৫ হাজার টন চাল আমদানির অনুমতি পেয়েছেন।
৬ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয়কে দিয়ে চিকিৎসা করানোসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত পাবনা-সিরাজগঞ্জের সমন্বিত জেলা কার্যালয়ের তিন সদস্যের একটি দল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য
২৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গতকাল তারেক রহমান একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির ওই প্রোগ্রামে। দেখিয়ে বলছেন, এটা দিয়ে এই হবে, এই হবে, যেটা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
৩০ মিনিট আগে