নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান সরকারের তিন মেয়াদে ১৮ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ২০০৮ সালে আমরা ক্ষমতায় আসার আগে সরকারিভাবে চিকিৎসক ছিল ১৮ হাজারের মতো। গত তিন মেয়াদে আরও ১৮ হাজার নিয়োগ হয়েছে। একই সময়ে নার্স নিয়োগ হয়েছে ২০ হাজারের বেশি। ফলে বর্তমানে দেশে ৪৭ হাজার নার্স রয়েছেন।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২১তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব বিভাগে মেডিকেল কলেজ হচ্ছে। বার্ন ইউনিট হচ্ছে। নিউরোসায়েন্স, অর্থোপেডিক, স্কিন, মানসিক স্বাস্থ্যসেবাও চলবে এখানে। মেডিকেল কলেজেও সিট বাড়লে পদ বাড়ে। গত পাঁচ বছরে মেডিকেল কলেজে ১ হাজার ২০০ সিট বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। এতে করে শিক্ষার্থীর পাশাপাশি চিকিৎসকদের পদও বাড়বে। আজ সচিব কমিটিতে মেডিসিনে নতুন করে ১৮৩টি পদ বাড়ানো হয়েছে। পদায়ন নিয়ে চিকিৎসকেরা যে দাবির কথা তুলেছেন, সেটা আমরা যতটা সম্ভব করব।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে করোনায় তুলনামূলক মৃত্যু কম হয়েছে। আমেরিকার মতো দেশে ১০ লাখ মানুষ মারা গেছে, সে তুলনায় আমাদের এখানে মৃত্যু অনেক কম। শুরুর দিকে পিপিই, ল্যাব কিছুই ছিল না। দ্রুত সবগুলো করেছি। আমাদের ডাক্তার ও নার্সরা এবং অন্যান্য বাহিনীও নিবেদিত হয়ে কাজ করেছেন। ফলে পরিস্থিতি সামাল দেওয়া গেছে।’
করোনা এখনো যায়নি উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘করোনা এখন রূপ বদলাচ্ছে। এ জন্য আমাদের সবকিছুই প্রস্তুত রাখতে হবে। কেননা, নতুন আরও একটি ধরন আসতে পারে।’

বর্তমান সরকারের তিন মেয়াদে ১৮ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ২০০৮ সালে আমরা ক্ষমতায় আসার আগে সরকারিভাবে চিকিৎসক ছিল ১৮ হাজারের মতো। গত তিন মেয়াদে আরও ১৮ হাজার নিয়োগ হয়েছে। একই সময়ে নার্স নিয়োগ হয়েছে ২০ হাজারের বেশি। ফলে বর্তমানে দেশে ৪৭ হাজার নার্স রয়েছেন।
আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ২১তম আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব বিভাগে মেডিকেল কলেজ হচ্ছে। বার্ন ইউনিট হচ্ছে। নিউরোসায়েন্স, অর্থোপেডিক, স্কিন, মানসিক স্বাস্থ্যসেবাও চলবে এখানে। মেডিকেল কলেজেও সিট বাড়লে পদ বাড়ে। গত পাঁচ বছরে মেডিকেল কলেজে ১ হাজার ২০০ সিট বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে নজিরবিহীন। এতে করে শিক্ষার্থীর পাশাপাশি চিকিৎসকদের পদও বাড়বে। আজ সচিব কমিটিতে মেডিসিনে নতুন করে ১৮৩টি পদ বাড়ানো হয়েছে। পদায়ন নিয়ে চিকিৎসকেরা যে দাবির কথা তুলেছেন, সেটা আমরা যতটা সম্ভব করব।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে করোনায় তুলনামূলক মৃত্যু কম হয়েছে। আমেরিকার মতো দেশে ১০ লাখ মানুষ মারা গেছে, সে তুলনায় আমাদের এখানে মৃত্যু অনেক কম। শুরুর দিকে পিপিই, ল্যাব কিছুই ছিল না। দ্রুত সবগুলো করেছি। আমাদের ডাক্তার ও নার্সরা এবং অন্যান্য বাহিনীও নিবেদিত হয়ে কাজ করেছেন। ফলে পরিস্থিতি সামাল দেওয়া গেছে।’
করোনা এখনো যায়নি উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘করোনা এখন রূপ বদলাচ্ছে। এ জন্য আমাদের সবকিছুই প্রস্তুত রাখতে হবে। কেননা, নতুন আরও একটি ধরন আসতে পারে।’

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৫ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৭ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
১০ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে