Ajker Patrika

‘কনকর্ড’–এর উদ্যোগে ফ্যান্টাসি কিংডমে স্বপ্নসারথি অটিজম শিশুদের একদিন

‘কনকর্ড’–এর উদ্যোগে ফ্যান্টাসি কিংডমে স্বপ্নসারথি অটিজম শিশুদের একদিন

অটিজম শব্দটির সঙ্গে বর্তমানে আমরা সবাই কমবেশি পরিচিত। স্বাভাবিক যোগাযোগের সীমাবদ্ধতার ফলে ভাষার বিকাশ বাধাগ্রস্ত হয়। অটিজম শিশুরা সামান্য সাহায্য পেলেই স্বাধীনভাবে সবকিছু করতে পারে। বিশেষ এই শিশুদের নিয়ে শিক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করে আসছে স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুল। সাভারে কনকর্ডের উদ্যোগে স্বপ্নসারথি অটিজম ও সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আনন্দ-চিত্ত বিনোদনের জন্য বিশেষ আয়োজন করে ফ্যান্টাসি কিংডম।

গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ায় অবস্থিত থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের শিশু-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিনোদন পার্কটিতে শিশুদের ফ্রি পার্কে প্রবেশ, বিভিন্ন রাইডে চড়ার সুযোগ, ঢাকা থেকে ফ্যান্টাসি কিংডমে বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা, সকাল এবং দুপুরের খাবারের আয়োজনসহ সারা দিন বিনোদনের ব্যবস্থা করা হয়। শিশুদের হাসি ফোটাতে, স্বপ্নের কল্পনার রাজ্যে ঘুরে বেড়ানোর এ সুযোগ করে দেয় ‘কনকর্ড গ্রুপ’। বিনোদন কেন্দ্রটিতে বেড়াতে এসে অটিজম শিশুরা খুশির আমেজে খুঁজে পায় অবারিত আনন্দের স্বাদ। 

স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাহমুদা আক্তার বলেন, সুযোগ পেলে ডানা মেলতে পারে এই শিশুরা, তেমনই একটি দিনের আয়োজনে সঙ্গী হতে পেরেছে কনকর্ড গ্রুপ। 

কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালক (বিপণন) অনুপ কুমার সরকার বলেন, শিশুদের মানসিক বিকাশে বিনোদন অপরিহার্য। কোমলমতি শিশুদের বিনোদনে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ফ্যান্টাসি কিংডম। দিনভর নানা আয়োজনে এই শিশুরাসহ অভিভাবক ও শিক্ষকেরা রোমাঞ্চকর সব রাইড উপভোগ করেছে। বাংলাদেশের সমস্ত ঐতিহাসিক নির্দেশন নিয়ে তৈরি করা ফ্যান্টাসি কিংডম মূল ফটকের পাশে হেরিটেজ কর্নার, যেখানে স্কুলের শিক্ষক এবং অভিভাবক শিশুদের পরিচয় করিয়ে দিয়েছে জাতীয় স্মৃতিসৌধ, ষাট গম্বুজ মসজিদ, কান্তজির মন্দির, লালবাগ কেল্লাসহ ঐতিহাসিক সব নির্দেশনের সঙ্গে। সেই সঙ্গে ওয়াটার কিংডমের বাঁধ ভাঙা উল্লাসে শিশুদের হাসি মুখ আর আনন্দ ঘন মুহূর্তগুলো সত্যিই খুব ভালো লাগার মতো ছিল। 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনকর্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি লিমিটেডের হেড অফ মিডিয়া অ্যান্ড পিআরএম মাহফুজুর রহমান, মো. নুরুজ্জামান, ব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) এবং স্মাইলিং চিলড্রেন স্পেশাল স্কুলের চেয়ারম্যান অ্যাডভোকেট নূর ইসলাম খান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত