জবি প্রতিনিধি, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত নথি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নঈম আকতার সিদ্দিকীর কক্ষের আলমারির তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে। চুরি হওয়া কাগজপত্রের মধ্যে বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, ব্যাংক অ্যাকাউন্টের চেক বই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিলের ফরম এবং বিগত সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর থেকে সহকারী অধ্যাপক নঈম আকতারের কক্ষ সংস্কারের কথা ছিল। এ অবস্থায় গতকাল মঙ্গলবার সেমিস্টার পরীক্ষায় দায়িত্ব পালন শেষে তিনি বিভাগের পিয়ন আবদুল মন্নানের কাছে চাবি রেখে যান। বুধবার সকালে পিয়নের কাছ থেকে চাবি নিয়ে কক্ষের তালা খুলে তিনি তাঁর আলমারির তালা ভাঙা এবং এর ভেতরের সব কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে বিভাগীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন তিনি।
সহকারী অধ্যাপক নঈম আকতার বলেন, ‘আমি বিভাগীয় সেমিস্টার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আলমারির মধ্যে আমার ব্যক্তিগত নথিপত্র, বিভাগের বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, প্রশ্নসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখি। এর আগেও বিভাগীয় কক্ষ থেকে শিক্ষক হিসেবে আমার ব্যক্তিগত নথি হারিয়েছে। রেজিস্ট্রার দপ্তরে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছি। পরপর এমন ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন।’
বিভাগের পিয়ন আবদুল মন্নান বলেন, ‘স্যার আমার কাছে গতকাল চাবি রেখে যান। আমি ক্যাম্পাস থেকে যাওয়ার সময় আমার ড্রয়ারে চাবি রেখে যাই। চুরির ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।’
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, ‘আমরা এরই মধ্যে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। জরুরি ভিত্তিতে বিভাগীয় একাডেমিক মিটিং ডেকেছি। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আমাদের জানালে বিষয়টি তদন্ত করে দেখব।
একই কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে বিস্তারিত জানি না। অভিযোগ দিলে আমরা বিষয়টি অবশ্যই দেখব।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ব্যক্তিগত নথি চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নঈম আকতার সিদ্দিকীর কক্ষের আলমারির তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে। চুরি হওয়া কাগজপত্রের মধ্যে বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, ব্যাংক অ্যাকাউন্টের চেক বই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার বিলের ফরম এবং বিগত সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর থেকে সহকারী অধ্যাপক নঈম আকতারের কক্ষ সংস্কারের কথা ছিল। এ অবস্থায় গতকাল মঙ্গলবার সেমিস্টার পরীক্ষায় দায়িত্ব পালন শেষে তিনি বিভাগের পিয়ন আবদুল মন্নানের কাছে চাবি রেখে যান। বুধবার সকালে পিয়নের কাছ থেকে চাবি নিয়ে কক্ষের তালা খুলে তিনি তাঁর আলমারির তালা ভাঙা এবং এর ভেতরের সব কাগজপত্র এলোমেলো অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে বিভাগীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেন তিনি।
সহকারী অধ্যাপক নঈম আকতার বলেন, ‘আমি বিভাগীয় সেমিস্টার পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি। আলমারির মধ্যে আমার ব্যক্তিগত নথিপত্র, বিভাগের বিভিন্ন পরীক্ষার নম্বরপত্র, প্রশ্নসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখি। এর আগেও বিভাগীয় কক্ষ থেকে শিক্ষক হিসেবে আমার ব্যক্তিগত নথি হারিয়েছে। রেজিস্ট্রার দপ্তরে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছি। পরপর এমন ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন।’
বিভাগের পিয়ন আবদুল মন্নান বলেন, ‘স্যার আমার কাছে গতকাল চাবি রেখে যান। আমি ক্যাম্পাস থেকে যাওয়ার সময় আমার ড্রয়ারে চাবি রেখে যাই। চুরির ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না।’
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী বলেন, ‘আমরা এরই মধ্যে বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। জরুরি ভিত্তিতে বিভাগীয় একাডেমিক মিটিং ডেকেছি। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, এ বিষয়ে আমি এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। আমাদের জানালে বিষয়টি তদন্ত করে দেখব।
একই কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে বিস্তারিত জানি না। অভিযোগ দিলে আমরা বিষয়টি অবশ্যই দেখব।’

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
১৫ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৪৩ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে