জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা এবং রোডম্যাপ তিন কার্যদিবসের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। একই সঙ্গে গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্য দাবিগুলো হলো—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার করা, আহত শিক্ষার্থীদের সব একাডেমিক ফি মওকুফ করা, গত ১৫ বছরের সব নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র উপস্থাপন করা। এ ছাড়া, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা ও তার অগ্রগতি প্রকাশ করা, ২০ কার্যদিবসের মধ্যে সব দুর্নীতির শ্বেতপত্র উপস্থাপন করা, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনকল্পে ১৫ দিনের মধ্যে হল দুটির নির্মাণকাজ শুরু করা, আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দ করা এবং সমাবর্তন আয়োজন করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও তারা যথাযথ প্রতিকার পাচ্ছে না। আমাদের উত্থাপিত দাবিগুলোর পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন এবং প্রশাসনের সর্বশেষ উদ্যোগের ভিত্তিতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জকসুর জন্য অনেক সময় দিয়েছি। আমরা আর সময় দিতে চাই না। আমাদের দাবি না মানা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায় করে নেবে। এ ছাড়া, আমরা আগামী সোমবার শিক্ষার্থীদের আবাসন, ফ্যাসিস্টদের বিচার ও জকসু নির্বাচনের দাবিতে পোস্টারিং করব। বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত হাসানসহ উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা এবং রোডম্যাপ তিন কার্যদিবসের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। একই সঙ্গে গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্য দাবিগুলো হলো—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার করা, আহত শিক্ষার্থীদের সব একাডেমিক ফি মওকুফ করা, গত ১৫ বছরের সব নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র উপস্থাপন করা। এ ছাড়া, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা ও তার অগ্রগতি প্রকাশ করা, ২০ কার্যদিবসের মধ্যে সব দুর্নীতির শ্বেতপত্র উপস্থাপন করা, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনকল্পে ১৫ দিনের মধ্যে হল দুটির নির্মাণকাজ শুরু করা, আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দ করা এবং সমাবর্তন আয়োজন করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও তারা যথাযথ প্রতিকার পাচ্ছে না। আমাদের উত্থাপিত দাবিগুলোর পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন এবং প্রশাসনের সর্বশেষ উদ্যোগের ভিত্তিতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জকসুর জন্য অনেক সময় দিয়েছি। আমরা আর সময় দিতে চাই না। আমাদের দাবি না মানা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায় করে নেবে। এ ছাড়া, আমরা আগামী সোমবার শিক্ষার্থীদের আবাসন, ফ্যাসিস্টদের বিচার ও জকসু নির্বাচনের দাবিতে পোস্টারিং করব। বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত হাসানসহ উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
৪২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে