প্রতিনিধি, গাজীপুর

হটলাইনে ফোন করলেই করোনা আক্রান্ত রোগীর বাড়িতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগরের যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দীপ। গত ৭ জুলাই থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মানবিক এ কার্যক্রম চালু করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক।
অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন দীপ।
এ কাজে তাঁর সঙ্গে রয়েছে স্থানীয় যুবলীগ কর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী টিম। দিন হোক কিংবা রাত–হটলাইনে ফোন পেলেই মোটরসাইকেলে করে সিলিন্ডার নিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দাদের জন্য সার্বক্ষণিকভাবে এ সেবা চালু থাকবে।
তৌহিদুল ইসলাম দীপ জানান, করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আক্রান্ত রোগীদের জন্য জরুরিভিত্তিক অক্সিজেন সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। আবার চাইলেই সবার পক্ষে নিজস্ব উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করাও সম্ভব নয়। এমন পরিস্থিতি বিবেচনায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম চালু করা হয়েছে। নগরীর ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দারা যে কোনো সময়ে হটলাইনে কল দিলেই স্বেচ্ছাসেবী টিম রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।
বিনা মূল্যে অক্সিজেন সেবা পেতে ফোন দিতে হবে এই নম্বরে–০১৭১৩৬০৪৯০৪।

হটলাইনে ফোন করলেই করোনা আক্রান্ত রোগীর বাড়িতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন গাজীপুর মহানগরের যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম দীপ। গত ৭ জুলাই থেকে গাজীপুর সিটি করপোরেশন এলাকায় মানবিক এ কার্যক্রম চালু করেছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক।
অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি করোনা মহামারির শুরু থেকেই বিপর্যস্ত মানুষের জন্য ত্রাণ ও খাদ্য সহায়তাও দিয়ে যাচ্ছেন দীপ।
এ কাজে তাঁর সঙ্গে রয়েছে স্থানীয় যুবলীগ কর্মীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী টিম। দিন হোক কিংবা রাত–হটলাইনে ফোন পেলেই মোটরসাইকেলে করে সিলিন্ডার নিয়ে স্বেচ্ছাসেবীরা পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে। গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দাদের জন্য সার্বক্ষণিকভাবে এ সেবা চালু থাকবে।
তৌহিদুল ইসলাম দীপ জানান, করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে আক্রান্ত রোগীদের জন্য জরুরিভিত্তিক অক্সিজেন সহায়তার প্রয়োজন দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। আবার চাইলেই সবার পক্ষে নিজস্ব উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করাও সম্ভব নয়। এমন পরিস্থিতি বিবেচনায় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগের নেতা–কর্মীদের সঙ্গে নিয়ে ‘ফ্রি অক্সিজেন সেবা’ কার্যক্রম চালু করা হয়েছে। নগরীর ৫৭টি ওয়ার্ডের যে কোনো এলাকার বাসিন্দারা যে কোনো সময়ে হটলাইনে কল দিলেই স্বেচ্ছাসেবী টিম রোগীর বাড়িতে গিয়ে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এ কার্যক্রম চালু থাকবে।
বিনা মূল্যে অক্সিজেন সেবা পেতে ফোন দিতে হবে এই নম্বরে–০১৭১৩৬০৪৯০৪।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
৬ মিনিট আগে
যশোরের অভয়নগরে ৭৪টি অবৈধ কয়লার চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে ভৈরব নদের পাড় ঘেঁষে কয়লা তৈরির এসব অবৈধ চুল্লি গড়ে তোলা হয়েছিল। খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালান।
১৭ মিনিট আগে
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ধাক্কায় জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিরা সবাই উপজেলার ডোবরা জনতা জুট মিলের শ্রমিক।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ‘গুলিবর্ষণের’ পর মিস্টার আলী (২৫) নামের বাংলাদেশি এক যুবককে আটকের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২-এর নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে