ঢামেক প্রতিনিধি

রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁওয়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ও খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় রাজু (২৯) মারা গেছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এলিফ্যান্ট রোড স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক ছামিরুল (৩০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, শনিবার সন্ধ্যায় খিলগাঁও মোস্তমাঝি এলাকায় তেলের লরির ধাক্কায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী-পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, ‘রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছামিরুল গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। রিকশায় কোনো যাত্রী ছিল কি না, তা এখনো জানা যায়নি।’
মো. রায়হান উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোচালককে আটক করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোস্তমাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি রাজুকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
শিহাব বাহাদুর আরও বলেন, ‘রাজু গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিলেন। লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’
নিহত রাজুর নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গার ১ নম্বর রোডে নিজের বাড়িতেই থাকতেন। তাঁর বাবার নাম আজান আলী।

রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁওয়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ও খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় রাজু (২৯) মারা গেছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এলিফ্যান্ট রোড স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক ছামিরুল (৩০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, শনিবার সন্ধ্যায় খিলগাঁও মোস্তমাঝি এলাকায় তেলের লরির ধাক্কায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী-পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, ‘রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছামিরুল গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। রিকশায় কোনো যাত্রী ছিল কি না, তা এখনো জানা যায়নি।’
মো. রায়হান উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোচালককে আটক করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোস্তমাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি রাজুকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
শিহাব বাহাদুর আরও বলেন, ‘রাজু গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিলেন। লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’
নিহত রাজুর নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গার ১ নম্বর রোডে নিজের বাড়িতেই থাকতেন। তাঁর বাবার নাম আজান আলী।

ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
৪৪ মিনিট আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে
রাজধানীর একটি হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) লাশটি উদ্ধার করা হয়। এর আগে, গতকাল সোমবার রাতে নিজ বাসা থেকে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করেন মেয়ের জামাই। পরে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে