গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩-২৪’ শুরু হয়েছে। আজ শনিবার ব্রি সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াও কুনশি। এছাড়া ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ২০২৩-২৪ সালের গবেষণা অগ্রগতি এবং অর্জন তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক।
কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘ব্রির গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’
তিনি কৃষিবান্ধব শিল্প ও অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি নিরলসভাবে কাজ করছে। ব্রির গবেষণা কার্যক্রম এখন বিশ্বের কাছে একটি উদাহরণ।’ তিনি আরও জানান, ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে গবেষণা জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত জাতের ধান চাষ হয় এবং এটি দেশের মোট ধান উৎপাদনের ৯০ শতাংশ নিশ্চিত করে।
ব্রি এই পর্যন্ত ৮টি হাইব্রিডসহ ১১৫টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ।

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৩-২৪’ শুরু হয়েছে। আজ শনিবার ব্রি সদর দপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহুল আমিন খান, বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াও কুনশি। এছাড়া ব্রি, বারি, বিএআরসি, ডিএই, ইরি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মশালায় ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম ২০২৩-২৪ সালের গবেষণা অগ্রগতি এবং অর্জন তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আনোয়ারুল হক।
কৃষিসচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, ‘ব্রির গবেষণা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে। এ ধারা অব্যাহত রাখতে হবে।’
তিনি কৃষিবান্ধব শিল্প ও অর্থনীতির ওপর গুরুত্বারোপ করেন এবং কৃষির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘১৮ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ব্রি নিরলসভাবে কাজ করছে। ব্রির গবেষণা কার্যক্রম এখন বিশ্বের কাছে একটি উদাহরণ।’ তিনি আরও জানান, ভাতের মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণে গবেষণা জোরদার করা হয়েছে। বর্তমানে দেশের ৮০ শতাংশ জমিতে ব্রি উদ্ভাবিত জাতের ধান চাষ হয় এবং এটি দেশের মোট ধান উৎপাদনের ৯০ শতাংশ নিশ্চিত করে।
ব্রি এই পর্যন্ত ৮টি হাইব্রিডসহ ১১৫টি উফশী ধানের জাত উদ্ভাবন করেছে। এসব জাতের মধ্যে বেশ কয়েকটি প্রতিকূল পরিবেশ সহনশীল এবং উন্নত পুষ্টিগুণ সমৃদ্ধ।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর ছুরিকাঘাতে সালমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
২৯ মিনিট আগে
নির্বাচনকালীন দায়িত্ব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া কেবল শক্তি প্রয়োগ করে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
১ ঘণ্টা আগে
নিহত আমেনা বেগমের বড় ভাই মোহাম্মদ ফোরকান বলেন, ‘বিয়ের সময় যৌতুক ও নগদ ২ লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এরপরও বিভিন্ন সময়ে টাকা দাবি করে নির্যাতন চালানো হয়েছে। এখন আমার বোনকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
১ ঘণ্টা আগে
পুলিশ জানায়, হামলার অভিযোগ এনে জামায়াতের যুব বিভাগের চরশাহী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি হেজবুল্লাহ সোহেল বাদী হয়ে ১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০ জনকে আসামি করা হয়।
২ ঘণ্টা আগে