নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। আজ সোমবার দুপুরে মারা যান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এদিকে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বিবৃতিতে বলা হয়-‘সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিচারক, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে আমাদের পুরোগামী নেতা বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের এই নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।’
বিবৃতিতে আরও বলা হয় অবসর গ্রহণের পর থেকে আমৃত্যু বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ছিলেন নির্মূল কমিটির পুরোগামী নেতা। ২০১০ সালে ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি নির্মূল কমিটির সভাপতি নির্বাচিত হন এবং ২০১৭ সালে সপ্তম জাতীয় সম্মেলনে নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি নির্বাচিত হন।’ ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ এবং’ ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে নির্মূল কমিটির সভা, সমাবেশ, জনসভা এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সভায় সভাপতিত্ব করেছেন যা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার উদ্দেশ্যে তিনি ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সহজপাঠ রচনা করেন।
১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি স্থায়ী হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। আর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসর গ্রহণের পর আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি। আইন ও সংবিধান, মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী (৮৫) মারা গেছেন। আজ সোমবার দুপুরে মারা যান তিনি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, ১৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার কোর্ট ইয়ার্ডে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এদিকে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। বিবৃতিতে বলা হয়-‘সুপ্রিম কোর্টের প্রথিতযশা বিচারক, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনে আমাদের পুরোগামী নেতা বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর আকস্মিক মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এবং বাংলাদেশের মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের এই নেতার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবে না।’
বিবৃতিতে আরও বলা হয় অবসর গ্রহণের পর থেকে আমৃত্যু বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী ছিলেন নির্মূল কমিটির পুরোগামী নেতা। ২০১০ সালে ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি নির্মূল কমিটির সভাপতি নির্বাচিত হন এবং ২০১৭ সালে সপ্তম জাতীয় সম্মেলনে নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি নির্বাচিত হন।’ ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার, মৌলবাদ ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধকরণ এবং’ ৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে তিনি দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশে নির্মূল কমিটির সভা, সমাবেশ, জনসভা এবং মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সভায় সভাপতিত্ব করেছেন যা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করেছে। যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সুচারুভাবে পরিচালনার উদ্দেশ্যে তিনি ২০০৯ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর সহজপাঠ রচনা করেন।
১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। এরপর ১৯৯৪ সালের ১৭ ফেব্রুয়ারি স্থায়ী হন। ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। আর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসর গ্রহণের পর আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন তিনি। আইন ও সংবিধান, মুক্তিযুদ্ধ ও ইসলামের ওপর বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী।

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এতে দুই শিশুসহ অন্তত ছয়জন আহত হন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চন্দনবাড়ি বাজার এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১৫ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩৫ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে