Ajker Patrika

ধর্ষণের অভিযোগে দুই চীনা নাগরিক গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
বিমানবন্দরে গ্রেপ্তার চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে গ্রেপ্তার চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার একটি ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক দেশত্যাগ করা সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- চীনের নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)। তারা গতকাল মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ দেশে পালানোর সময় আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে গাজীপুর মহানগর পুলিশে বিষয়টি জানালে কাশিমপুর থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে আজ বুধবার বিকেলে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।

থানা সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে তিন চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২) বাংলাদেশে ব্যবসা করতেন। তারা চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা চালাতেন। তাদের ভাড়া বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সী এক নারী। ওই নারীর স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর গত জুলাই মাসে ওই নারীকে চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং বিয়ে করেন। বিয়ের মাস খানেক পর গত ২৩ আগস্ট রাতে ওই নারীকে চীনা স্বামীর সহায়তায় অপর দুই চীনা নাগরিক ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন নাগরিকরে বিরুদ্ধে গত ২৭ আগস্ট কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে ৩ চীনা নাগরিক আত্মগোপন করে।

অপরদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ৩ চীনা নাগরিকের পাসপোর্টে নাম্বারসহ বিস্তারিত ইমিগ্রেশণ পুলিশকে চিঠি দিয়ে অবহিত করে রাখেন। যাতে আসামিরা পালাতে না পারে।

সূত্র আরও জানানয়, গতকাল মঙ্গলবার দুপুরে পালিয়ে চীনের উদ্দেশে দেশত্যাগ করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ উক্ত মামলার আসামি দুই চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং এবং ইয়াং জিংকে আটক করে। খবর পেয়ে রাতে বিমানবন্দর থেকে তাদেরকে কাশিমপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।

জিএমপির কোর্ট পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিদেশ ভ্রমণে ভিসা পাওয়া কঠিন হচ্ছে

সিরিয়াস ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির ওপর দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন

বিমানের কাঠমান্ডু ফ্লাইটে বোমাতঙ্ক: ছেলের পরকীয়া ঠেকাতে মিথ্যা তথ্য দিয়েছিলেন মা, জানাল র‍্যাব

পাইলট ইচ্ছে করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

দিনাজপুর-৪ আসনে বিএনপির মনোনয়ন ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ২৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত