গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার একটি ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক দেশত্যাগ করা সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- চীনের নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)। তারা গতকাল মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ দেশে পালানোর সময় আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে গাজীপুর মহানগর পুলিশে বিষয়টি জানালে কাশিমপুর থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে আজ বুধবার বিকেলে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে তিন চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২) বাংলাদেশে ব্যবসা করতেন। তারা চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা চালাতেন। তাদের ভাড়া বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সী এক নারী। ওই নারীর স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর গত জুলাই মাসে ওই নারীকে চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং বিয়ে করেন। বিয়ের মাস খানেক পর গত ২৩ আগস্ট রাতে ওই নারীকে চীনা স্বামীর সহায়তায় অপর দুই চীনা নাগরিক ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন নাগরিকরে বিরুদ্ধে গত ২৭ আগস্ট কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে ৩ চীনা নাগরিক আত্মগোপন করে।
অপরদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ৩ চীনা নাগরিকের পাসপোর্টে নাম্বারসহ বিস্তারিত ইমিগ্রেশণ পুলিশকে চিঠি দিয়ে অবহিত করে রাখেন। যাতে আসামিরা পালাতে না পারে।
সূত্র আরও জানানয়, গতকাল মঙ্গলবার দুপুরে পালিয়ে চীনের উদ্দেশে দেশত্যাগ করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ উক্ত মামলার আসামি দুই চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং এবং ইয়াং জিংকে আটক করে। খবর পেয়ে রাতে বিমানবন্দর থেকে তাদেরকে কাশিমপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।
জিএমপির কোর্ট পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার একটি ধর্ষণ মামলার আসামি দুই চীনা নাগরিক দেশত্যাগ করা সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার বিকেলে গাজীপুর আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- চীনের নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮) এবং ইয়াং জিং (৪২)। তারা গতকাল মঙ্গলবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিজ দেশে পালানোর সময় আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে গাজীপুর মহানগর পুলিশে বিষয়টি জানালে কাশিমপুর থানা-পুলিশ তাদের গ্রেপ্তার করে প্রথমে থানায় নিয়ে আসে। পরে আজ বুধবার বিকেলে তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন মোজার মিল এলাকার সাদিকুলের বাড়িতে ভাড়া থেকে তিন চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং (২৮), ওয়াং জাওফিং (৪৫) ও ইয়াং জিং (৪২) বাংলাদেশে ব্যবসা করতেন। তারা চুল দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরির কারখানা চালাতেন। তাদের ভাড়া বাড়ির পাশের ফ্ল্যাটে ভাড়া থাকেন ঢাকার আশুলিয়া থানার কুরগাঁও এলাকার ৪০ বছর বয়সী এক নারী। ওই নারীর স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর গত জুলাই মাসে ওই নারীকে চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং বিয়ে করেন। বিয়ের মাস খানেক পর গত ২৩ আগস্ট রাতে ওই নারীকে চীনা স্বামীর সহায়তায় অপর দুই চীনা নাগরিক ধর্ষণ করেন। এ ঘটনায় স্বামীসহ বিদেশি ওই তিন নাগরিকরে বিরুদ্ধে গত ২৭ আগস্ট কাশিমপুর থানায় ধর্ষণ মামলা করেন ওই নারী। ঘটনার পর থেকে ৩ চীনা নাগরিক আত্মগোপন করে।
অপরদিকে, মামলার তদন্ত কর্মকর্তা ৩ চীনা নাগরিকের পাসপোর্টে নাম্বারসহ বিস্তারিত ইমিগ্রেশণ পুলিশকে চিঠি দিয়ে অবহিত করে রাখেন। যাতে আসামিরা পালাতে না পারে।
সূত্র আরও জানানয়, গতকাল মঙ্গলবার দুপুরে পালিয়ে চীনের উদ্দেশে দেশত্যাগ করার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ উক্ত মামলার আসামি দুই চীনা নাগরিক ওয়াং চাও ইয়াং এবং ইয়াং জিংকে আটক করে। খবর পেয়ে রাতে বিমানবন্দর থেকে তাদেরকে কাশিমপুর থানা পুলিশ গ্রেপ্তার করে।
জিএমপির কোর্ট পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গ্রেপ্তারকৃতদের হাজির করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
১ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
২ ঘণ্টা আগে