নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদ নিহতের ঘটনায় ওই গাড়ির প্রকৃত চালক ও দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
আজ সোমবার পৃথক অফিস আদেশে তাঁদের চাকরিচ্যুত করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
চাকরিচ্যুত চালক হলেন মো. কামাল এবং দুই পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার মদিনাবাগ সড়কে ডিএসসিসির একটি ময়লার গাড়ির চাপায় স্কুলছাত্র মাহিন আহমেদ গুরুতর আহত হন। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহিন মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরে ডিএসসিসির মেয়র জানান, ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন ভাড়ায় খাটা এক চালক। প্রকৃত চালক বিনা অনুমতিতে তাঁকে বদলি কাজ দিয়েছিলেন।
এ ব্যাপারে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ‘সেদিন ওই ময়লার গাড়ি যিনি চালাচ্ছিলেন তাঁর নাম রুবেল। ঘটনার পরেই ওই চালককে গ্রেপ্তার করে মুগদা থানা–পুলিশ। প্রকৃতপক্ষে গাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিলে কামালকে। তাঁর নামের বরাদ্দ দেওয়া গাড়িটি অন্যকে দিয়ে চালানোর অপরাধে কামালকে চাকরিচ্যুত করা হয়েছে।’
অফিস আদেশে বলা হয়েছে, সেদিন ওই গাড়িতে সহায়ক কর্মী হিসেবে ছিলেন অঞ্চল–৫–এর পরিচ্ছন্নতাকর্মী আক্তার হোসেন। তিনি অনুপস্থিত থাকায় সেই গাড়িতে দায়িত্ব পালন করেন আব্দুল কাদের জিলানী। জিলানী তাঁর খালাতো ভাই রুবেলকে দিয়ে গাড়িটি চালাচ্ছিলেন। তাই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে আক্তার উপস্থিত না থাকা এবং সিটি করপোরেশনের কর্মী না হওয়া সত্ত্বেও রুবেলকে দিয়ে গাড়ি চালানোয় দায়িত্বে চরম অবহেলা হয়েছে। তাই এই দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাপায় স্কুল শিক্ষার্থী মাহিন আহমেদ নিহতের ঘটনায় ওই গাড়ির প্রকৃত চালক ও দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।
আজ সোমবার পৃথক অফিস আদেশে তাঁদের চাকরিচ্যুত করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।
চাকরিচ্যুত চালক হলেন মো. কামাল এবং দুই পরিচ্ছন্নতাকর্মী মো. আক্তার হোসেন ও মো. আব্দুল কাদের জিলানী।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর মুগদার মদিনাবাগ সড়কে ডিএসসিসির একটি ময়লার গাড়ির চাপায় স্কুলছাত্র মাহিন আহমেদ গুরুতর আহত হন। রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাহিন মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। পরে ডিএসসিসির মেয়র জানান, ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন ভাড়ায় খাটা এক চালক। প্রকৃত চালক বিনা অনুমতিতে তাঁকে বদলি কাজ দিয়েছিলেন।
এ ব্যাপারে ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের বলেন, ‘সেদিন ওই ময়লার গাড়ি যিনি চালাচ্ছিলেন তাঁর নাম রুবেল। ঘটনার পরেই ওই চালককে গ্রেপ্তার করে মুগদা থানা–পুলিশ। প্রকৃতপক্ষে গাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিলে কামালকে। তাঁর নামের বরাদ্দ দেওয়া গাড়িটি অন্যকে দিয়ে চালানোর অপরাধে কামালকে চাকরিচ্যুত করা হয়েছে।’
অফিস আদেশে বলা হয়েছে, সেদিন ওই গাড়িতে সহায়ক কর্মী হিসেবে ছিলেন অঞ্চল–৫–এর পরিচ্ছন্নতাকর্মী আক্তার হোসেন। তিনি অনুপস্থিত থাকায় সেই গাড়িতে দায়িত্ব পালন করেন আব্দুল কাদের জিলানী। জিলানী তাঁর খালাতো ভাই রুবেলকে দিয়ে গাড়িটি চালাচ্ছিলেন। তাই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে আক্তার উপস্থিত না থাকা এবং সিটি করপোরেশনের কর্মী না হওয়া সত্ত্বেও রুবেলকে দিয়ে গাড়ি চালানোয় দায়িত্বে চরম অবহেলা হয়েছে। তাই এই দুই পরিচ্ছন্নতাকর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ...
২১ মিনিট আগে
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শনিবার রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের কার্যালয়ে আসনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই...
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের পারকি সমুদ্রসৈকতে ভেসে এসেছে বিরল প্রজাতির দুটি মৃত কচ্ছপ। দুই দিন আগে থেকে সমুদ্রসৈকতের বালু চরে এসব কচ্ছপ পড়ে থাকতে দেখেন পর্যটক ও স্থানীয়রা। প্রায় তিন ফুট দৈর্ঘ্যের কচ্ছপ দুটির গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, বঙ্গোপসাগরে জাহাজ বা জেলেদের জালের আঘাতের কারণে মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে