
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ নিয়েও সতর্ক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র্যাবসহ অন্যান্যরা সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন তারা।
আজ বিকেল ৫টার পর থেকে এবং রাত ৮টার পর থেকে পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এখনো আমরা কোনো আশঙ্কা দেখছি না। প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনোরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।’
শহীদ মিনারের চারপাশে ১ কিলোমিটার এলাকার মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানান সাজ্জাত আলী।
নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দুই-একটা ঘটনা ব্যতীত নগরীতে বড় কোনো অপরাধ নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা বেশ ভালোই আছে।
তিনি বলেন, ‘দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। আপনারা একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। দুদিন আগে একটি ঘটনা ঘটেছে উত্তরায়। যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওখানে ৫ জন কিশোর গ্যাং বা এ ধরনের কেউ টঙ্গী থেকে এসে কাজটি করেছে। ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সফলভাবে এটা হ্যান্ডেল করছি।’
ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ‘শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে প্রচুর জনসমাগম হবে। এ জন্য ট্রাফিক বিভাগ এক কিলোমিটার এলাকায় সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি ৭টি পথে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই ৭টি পথ হলো—শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং।
তিনি আরও বলেন, ‘অন্যান্য বছর সন্ধ্যা ৬টায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হলেও এবার শহরের সার্বিক যানজটের কথা বিবেচনা করে সময় রাত ৯টা পর্যন্ত পিছিয়েছি। এর মধ্যে যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে। শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত এই নিয়ন্ত্রণব্যবস্থা চলমান থাকবে।’

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ নিয়েও সতর্ক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সঙ্গে র্যাবসহ অন্যান্যরা সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও বলেন, শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন তারা।
আজ বিকেল ৫টার পর থেকে এবং রাত ৮টার পর থেকে পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানান সাজ্জাত আলী। তিনি বলেন, ‘এখনো আমরা কোনো আশঙ্কা দেখছি না। প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। কোনোরূপ দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না।’
শহীদ মিনারের চারপাশে ১ কিলোমিটার এলাকার মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বলে জানান সাজ্জাত আলী।
নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দুই-একটা ঘটনা ব্যতীত নগরীতে বড় কোনো অপরাধ নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা বেশ ভালোই আছে।
তিনি বলেন, ‘দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। আপনারা একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। দুদিন আগে একটি ঘটনা ঘটেছে উত্তরায়। যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওখানে ৫ জন কিশোর গ্যাং বা এ ধরনের কেউ টঙ্গী থেকে এসে কাজটি করেছে। ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেওয়া হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। আমরা সফলভাবে এটা হ্যান্ডেল করছি।’
ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো. সরওয়ার বলেন, ‘শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে প্রচুর জনসমাগম হবে। এ জন্য ট্রাফিক বিভাগ এক কিলোমিটার এলাকায় সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি ৭টি পথে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই ৭টি পথ হলো—শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং।
তিনি আরও বলেন, ‘অন্যান্য বছর সন্ধ্যা ৬টায় যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হলেও এবার শহরের সার্বিক যানজটের কথা বিবেচনা করে সময় রাত ৯টা পর্যন্ত পিছিয়েছি। এর মধ্যে যান চলাচল সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে। শুক্রবার দুপুর আড়াইটা পর্যন্ত এই নিয়ন্ত্রণব্যবস্থা চলমান থাকবে।’

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে