Ajker Patrika

পাজেরো গাড়িভর্তি বিদেশি মদ, চালক গ্রেপ্তার

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১৯: ১০
পাজেরো গাড়িভর্তি বিদেশি মদ, চালক গ্রেপ্তার

রাজধানীর গুলশান থেকে পাজেরো গাড়িভর্তি বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। তাঁর নাম মো. আব্দুল্লাহ (২৬)।

আজ বৃহস্পতিবার দুপুরে উত্তরার র‍্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক (সিইও) লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ।

লে. কর্নেল মোসতাক আহমদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে গুলশান-১ টু তেজগাঁও লিংক রোডের নিকেতন ২ নম্বর গেটে গতকাল বুধবার দিবাগত রাতে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে এসব মদসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি বাগেরহাট জেলার কবির হোসেনের ছেলে।

লে. কর্নেল মোসতাক আহমদ বলেন, গ্রেপ্তারকালে পাজেরো গাড়ি থেকে ৪৬৬ বোতল উচ্চ মানের বিদেশি মদ, একটি পাজেরো জিপ ও ২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়েছে।

বিপুল পরিমানে বিদেশি মদ জব্দ করা হয়মোসতাক আহমদ জানান, আব্দুল্লাহ পেশায় ড্রাইভার। তিনি দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় যানবাহন ব্যবহার করে সুকৌশলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন প্রকারের অবৈধ মাদকদ্রব্য, বিদেশি মদ পরিবহন করে বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিলেন। এ ছাড়া তিনি রাজধানীর গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিলেন।

পাজোরো গাড়িতে অভিনব কৌশলে মাদকের কারবারএ ঘটনায় গ্রেপ্তার হওয়া ওই মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মোসতাক আহমদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

এমপিওভুক্ততে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের আবেদন শুরু, যোগ্যতা ও আবেদনের নিয়ম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত