উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো—মো. আশরাফুল (১৬) ও মো. জিহাদ (১৫)।
আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে দিয়াবাড়ির উত্তরা ১৬ নং সেক্টরের ১০ নং ব্রিজ সংলগ্ন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ওই দুই ছাত্র মিরপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে লেখাপড়া করত।
কুমিল্লার হোমনা উপজেলার খাগুটিয়া গ্রামের নুরুল ইসলাম ও ঝরনা বেগম দম্পতির ছেলে আশরাফুল। তবে জিহাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা রাজধানীর পল্লবীর ৭ নং সেকশনে থাকত।
স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, পাঁচজন ছাত্র গোসল করতে লেকে নেমে দুজন দূরে চলে গিয়েছিল। পরে তারা ডুবতে শুরু করলে বাকি তিন ছাত্র চিৎকার করে। আশপাশের লোকজন চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৬ নং সেক্টরের লেকে গোসল করতে নেমে আশরাফুল ও জিহাদ নামের দুই ছাত্র নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের একটি ডুবুরি দল গিয়ে লেকের পানিতে নিখোঁজ হওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি তুরাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সফিকুল ইসলাম বলেন, সবারই সাঁতার জানা দরকার। সাঁতার না জেনে কারও পানিতে নামা উচিত নয়। আজ ওই ছাত্র যদি সাঁতার জানত, তাহলে তাদের অকালে মৃত্যু হতো না।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, পাঁচজন ছাত্র লেকে নেমেছিল। তার মধ্যে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এক ছাত্রের বিস্তারিত পরিচয় জানা যায়নি। একজনের পরিচয় পাওয়া গেছে।
অপরদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী আজকের পত্রিকাকে বলেন, নিহত দুই ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।

রাজধানীর তুরাগের দিয়াবাড়ি লেকে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। তারা হলো—মো. আশরাফুল (১৬) ও মো. জিহাদ (১৫)।
আজ শনিবার বিকেল পৌনে ৩টার দিকে দিয়াবাড়ির উত্তরা ১৬ নং সেক্টরের ১০ নং ব্রিজ সংলগ্ন লেক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত ওই দুই ছাত্র মিরপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণিতে লেখাপড়া করত।
কুমিল্লার হোমনা উপজেলার খাগুটিয়া গ্রামের নুরুল ইসলাম ও ঝরনা বেগম দম্পতির ছেলে আশরাফুল। তবে জিহাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা রাজধানীর পল্লবীর ৭ নং সেকশনে থাকত।
স্থানীয় বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, পাঁচজন ছাত্র গোসল করতে লেকে নেমে দুজন দূরে চলে গিয়েছিল। পরে তারা ডুবতে শুরু করলে বাকি তিন ছাত্র চিৎকার করে। আশপাশের লোকজন চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে ওই দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার জোন-৩ এর উপ-সহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, উত্তরা ১৬ নং সেক্টরের লেকে গোসল করতে নেমে আশরাফুল ও জিহাদ নামের দুই ছাত্র নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী স্টেশনের একটি ডুবুরি দল গিয়ে লেকের পানিতে নিখোঁজ হওয়া দুই ছাত্রের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি তুরাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সফিকুল ইসলাম বলেন, সবারই সাঁতার জানা দরকার। সাঁতার না জেনে কারও পানিতে নামা উচিত নয়। আজ ওই ছাত্র যদি সাঁতার জানত, তাহলে তাদের অকালে মৃত্যু হতো না।
এ বিষয়ে তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবীর আজকের পত্রিকাকে বলেন, পাঁচজন ছাত্র লেকে নেমেছিল। তার মধ্যে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। এক ছাত্রের বিস্তারিত পরিচয় জানা যায়নি। একজনের পরিচয় পাওয়া গেছে।
অপরদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী আজকের পত্রিকাকে বলেন, নিহত দুই ছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে