ঢামেক প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাছিমা।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজা আশরাফীর সঙ্গে স্বামী ইসমাইল সুজনের দাম্পত্য কলহ চলছিল। ফিরোজা বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন, আর তাঁর স্বামী থাকতেন পল্লবীতে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন আশরাফী। পরে নিজেই তাঁকে নিয়ে যান এভারকেয়ার হাসপাতালে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ওই নারীর স্বামীর আত্মীয়স্বজন তাঁকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। ঘটনাটি মিরপুর এলাকায় হওয়ায় পল্লবী থানা থেকেও ওই নারীকে আটক করার জন্য বার্তা পাঠানো হয়।
ওসি আরও বলেন, পরে ভাটারা থানা-পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই নারীকে আটক করে নিয়ে আসে। ঘটনাটি ভাটারা থানায় না হওয়ায় ওই নারীকে হাজতে না রেখে থানার নারী ও শিশু ডেস্কের সামনে রাখা হয়। সেখানে দুই নারী কনস্টেবলকে পাহারায় রাখা হয়। কিন্তু একসময় সেখানে বসা অবস্থায় ওষুধের কথা বলে কৌশলে নিজের কাছে থাকা বিষ পানের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। পরে গতকাল রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, ওই নারী ও তাঁর স্বামী দুজনেরই দ্বিতীয় বিয়ে। পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল।

রাজধানীর ভাটারা থানায় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ফিরোজা আশরাফী (২৭) নামের এক নারী বিষ পান করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ভাটারা থানার তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে রাজারবাগ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) জামাল হোসেন, নারী কনস্টেবল শারমিন ও নাছিমা।
পুলিশ সূত্রে জানা গেছে, ফিরোজা আশরাফীর সঙ্গে স্বামী ইসমাইল সুজনের দাম্পত্য কলহ চলছিল। ফিরোজা বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন, আর তাঁর স্বামী থাকতেন পল্লবীতে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন আশরাফী। পরে নিজেই তাঁকে নিয়ে যান এভারকেয়ার হাসপাতালে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে ওই নারীর স্বামীর আত্মীয়স্বজন তাঁকে আটক করে ৯৯৯-এ ফোন দেন। ঘটনাটি মিরপুর এলাকায় হওয়ায় পল্লবী থানা থেকেও ওই নারীকে আটক করার জন্য বার্তা পাঠানো হয়।
ওসি আরও বলেন, পরে ভাটারা থানা-পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই নারীকে আটক করে নিয়ে আসে। ঘটনাটি ভাটারা থানায় না হওয়ায় ওই নারীকে হাজতে না রেখে থানার নারী ও শিশু ডেস্কের সামনে রাখা হয়। সেখানে দুই নারী কনস্টেবলকে পাহারায় রাখা হয়। কিন্তু একসময় সেখানে বসা অবস্থায় ওষুধের কথা বলে কৌশলে নিজের কাছে থাকা বিষ পানের পর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। পরে গতকাল রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পল্লবী থানার ওসি শফিউল আলম বলেন, ওই নারী ও তাঁর স্বামী দুজনেরই দ্বিতীয় বিয়ে। পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে কলহ চলছিল।

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি-সংক্রান্ত অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
২৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। আজ দুপুরে শুনানি শেষে আদালত নথি পর্যালোচনা করে আদেশ দেবেন বলে জানান।
২৬ মিনিট আগে
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আজ বৃহস্পতিবার দুপুর ১টায় সিআইডি সদর দপ্তরের মিডিয়া সেন্টারে মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরের নিচতলায় এই ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে।
৩২ মিনিট আগে
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) অনুসন্ধান ও অ্যাডজুডিকেশন কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সিরাজ উদ্দিন এই শোকজের নোটিশ দেন।
৩৪ মিনিট আগে