নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি করা হয়েছে, তবে এখনো তা বাস্তবায়ন হচ্ছে না। গৃহকর্মীরা যৌন হয়রানিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁদের সামাজিক মর্যাদা নেই। পেশা হিসেবে কাজের কোনো স্বীকৃতিও নেই।
আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘গৃহকর্মী জাতীয় সম্মেলন ২০২৪ ’-এ বক্তারা এসব কথা বলেন। অক্সফাম ইন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা গৃহকর্মী সুরক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, গৃহকর্মীদের ছুটিছাটা নেই। তাঁরা যেখানে রান্না করেন, সেখানেই ঘুমান। তাঁরা নির্যাতনের শিকার হন। এমনকি তাঁরা হত্যাকাণ্ডের শিকার পর্যন্ত হন। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি হয়েছে। তবে এটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, দেখা প্রয়োজন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শিরীন আখতার। তিনি বলেন, গৃহকর্মীরা যৌন হয়রানিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন। পেশা হিসেবে কাজের কোনো স্বীকৃতি নেই। শ্রম আইনে তাঁদের অন্তর্ভুক্ত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্মেলনে গৃহকর্মীরা নিজেদের অধিকার, বঞ্চনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁরা ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রে নির্যাতন, পর্যাপ্ত ছুটি না থাকার কথা জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ। স্বাগত বক্তব্য দেন—অক্সফাম ইন বাংলাদেশের এ দেশীয় পরিচালক আশীষ দামলে। ‘সময় এখন গৃহকর্ম ও গৃহকর্মীর’ এই প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক গৃহকর্মী অংশ নেন। সম্মেলনে শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করে তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি করা হয়েছে, তবে এখনো তা বাস্তবায়ন হচ্ছে না। গৃহকর্মীরা যৌন হয়রানিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাঁদের সামাজিক মর্যাদা নেই। পেশা হিসেবে কাজের কোনো স্বীকৃতিও নেই।
আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘গৃহকর্মী জাতীয় সম্মেলন ২০২৪ ’-এ বক্তারা এসব কথা বলেন। অক্সফাম ইন বাংলাদেশ ও অন্যান্য সহযোগী সংগঠন এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে বক্তারা গৃহকর্মী সুরক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, গৃহকর্মীদের ছুটিছাটা নেই। তাঁরা যেখানে রান্না করেন, সেখানেই ঘুমান। তাঁরা নির্যাতনের শিকার হন। এমনকি তাঁরা হত্যাকাণ্ডের শিকার পর্যন্ত হন। গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি হয়েছে। তবে এটা কতটুকু বাস্তবায়ন হচ্ছে, দেখা প্রয়োজন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শিরীন আখতার। তিনি বলেন, গৃহকর্মীরা যৌন হয়রানিসহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে থাকেন। পেশা হিসেবে কাজের কোনো স্বীকৃতি নেই। শ্রম আইনে তাঁদের অন্তর্ভুক্ত করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্মেলনে গৃহকর্মীরা নিজেদের অধিকার, বঞ্চনা ও সংগ্রামের কথা তুলে ধরেন। তাঁরা ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রে নির্যাতন, পর্যাপ্ত ছুটি না থাকার কথা জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন ডিএসকের নির্বাহী পরিচালক দিবালোক সিংহ। স্বাগত বক্তব্য দেন—অক্সফাম ইন বাংলাদেশের এ দেশীয় পরিচালক আশীষ দামলে। ‘সময় এখন গৃহকর্ম ও গৃহকর্মীর’ এই প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক গৃহকর্মী অংশ নেন। সম্মেলনে শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করে তাঁদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে