নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কাকরাইলে বাসে অগ্নিসংযোগকারী আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবির কেউ না। অনেক সময় ডিবির জ্যাকেট পড়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে অপরাধীরা। ঢাকায় বাসে আগুনের ঘটনাটিও তেমন কোনো চক্র। যারাই এটা করেছে, আমরা তাদের খুঁজছি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
আজ শনিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসের চালক নুরুল হক গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘একটি মোটরসাইকেলে আসা দুজন আরোহী বাসটিতে আগুন দেয়। তাদের পরনে ডিবির জ্যাকেট ছিল।’
এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পড়ে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পড়ে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে ড্রেস উদ্ধার করেছি। তেমনিভাবে আজকে যারা বলতেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন লাগিয়েছে আমরা তাঁকে খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করবো। আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
হারুন বলেন, আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে তারাই ওই কাজটাও করেছে। এখন হয়তোবা তারা মনে করছে, একটা ড্রেস পড়িয়ে দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পাঁয়তারা করছে, সেটা হবে না। যারা এই কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছেন। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই বাসে আগুন লাগিয়েছে তারা একটা চক্র। যারা আইনশৃঙ্খলায় নস্যাৎ করে বিভিন্ন গাড়িগুলোয় আগুন লাগিয়েছে।

রাজধানীর কাকরাইলে বাসে অগ্নিসংযোগকারী আইনশৃঙ্খলা বাহিনীর বা ডিবির কেউ না। অনেক সময় ডিবির জ্যাকেট পড়ে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ করে অপরাধীরা। ঢাকায় বাসে আগুনের ঘটনাটিও তেমন কোনো চক্র। যারাই এটা করেছে, আমরা তাদের খুঁজছি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদ।
আজ শনিবার রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে তিনি এ কথা বলেন। এর আগে রাজধানীর কাকরাইলে পুলিশের রিকুইজিশন করা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসের চালক নুরুল হক গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, ‘একটি মোটরসাইকেলে আসা দুজন আরোহী বাসটিতে আগুন দেয়। তাদের পরনে ডিবির জ্যাকেট ছিল।’
এই অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পড়ে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পড়ে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদেরকে গ্রেপ্তার করেছি, তাদের কাছ থেকে ড্রেস উদ্ধার করেছি। তেমনিভাবে আজকে যারা বলতেছে যে আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পড়ে বাসে আগুন লাগিয়েছে আমরা তাঁকে খুঁজছি। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করবো। আমি মনে করি, এরা অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।
হারুন বলেন, আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এই কাজগুলো করেছে তারাই ওই কাজটাও করেছে। এখন হয়তোবা তারা মনে করছে, একটা ড্রেস পড়িয়ে দিয়ে জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পাঁয়তারা করছে, সেটা হবে না। যারা এই কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছেন। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। শুধু ওই বাসটা নয়, আরও যেই বাসে আগুন লাগিয়েছে তারা একটা চক্র। যারা আইনশৃঙ্খলায় নস্যাৎ করে বিভিন্ন গাড়িগুলোয় আগুন লাগিয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
১ ঘণ্টা আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১ ঘণ্টা আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে