Ajker Patrika

মহাখালীতে অজ্ঞান পার্টির কবলে প্রাইভেট কারচালক, খোয়া গেল লাখ টাকা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১৫ মে ২০২৩, ১৯: ১৯
মহাখালীতে অজ্ঞান পার্টির কবলে প্রাইভেট কারচালক, খোয়া গেল লাখ টাকা

রাজধানীর মহাখালীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে মো. সুমন (৩৫) নামের এক যুবক ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। তাঁর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছে পরিবার। 

আজ সোমবার বেলা ২টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবার। পরে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুমনের স্ত্রী সুমি আক্তার বলেন, তাঁদের বাসা বনানীর কড়াইল বস্তিতে। তাঁর স্বামী সুমন প্রাইভেট কারচালক। উত্তরা আজমপুর এক মালিকের গাড়ি চালান। সকালে বাসা থেকে উত্তরা যান। সেখান থেকে মোটরসাইকেল কিনতে যাওয়ার কথা ছিল। তাঁর কাছে ১ লাখ ২৫ হাজার টাকা ছিল।

সুমি আক্তার আরও বলেন, ‘দুপুরে স্বামীর মোবাইল ফোন থেকে সংবাদ পাই সে মহাখালী বাসস্ট্যান্ডে অচেতন অবস্থায় পড়ে আছে। দ্রুত সেখানে গিয়ে অচেতন অবস্থায় বাসায় নিয়ে যাই। অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে তার কাছে মোবাইল পাওয়া গেলেও টাকা পাওয়া যায় নাই। অজ্ঞান পার্টির সদস্যরা তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে টাকা নিয়ে গেছে।’ 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মহাখালীতে অজ্ঞান পার্টির খপ্পড়ে পরে এক গাড়িচালক হাসপাতালে ভর্তি হয়েছেন। জরুরি বিভাগ থেকে তাঁকে পাকস্থলী ওয়াস করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ করা হয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা তাঁর কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, তীব্র শীত কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

বরফকলের মালিককে হত্যার ঘটনায় মামলা, বান্ধবী পুলিশ হেফাজতে

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত