নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের উপস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের স্মৃতি-আড্ডা-আলাপে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সাংস্কৃতিক অঙ্গনে নানা তৎপরতা জুলাই আন্দোলনে গভীর প্রভাব ফেলেছে।
সালাহ উদ্দিন শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
মাহবুব মোর্শেদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী লেখক ও সাংস্কৃতিক পরিসরের বিপরীতে আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী লেখক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি সুশীল সমাজের অনেকের সহযোগিতায় শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করেছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে বিগত সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করতে পারব না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন—লেখক ও সংগঠক নাহিদ হাসান, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, গবেষক দীপায়ন খিসা, কবি ফেরদৌস আরা রুমী, অ্যাক্টিভিস্ট বাকী বিল্লাহ, মশিউল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম (আদিব), অ্যাক্টিভিস্ট আব্দুল মজিদ অন্তর, সাংবাদিক পলিয়ার ও ওয়াহিদ, মাসুদ জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ‘রোড টু জুলাই’ শিরোনামে ২০১৮ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকদের উদ্যোগে ফ্যসিবাদ বিরোধী আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া স্বাধীনতাকে সমুন্নত রাখতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়ার জাহিদ হাসান মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া লেখক, শিল্পী, শিক্ষক, সাংবাদিকের উপস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের স্মৃতি-আড্ডা-আলাপে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাসহ সাংস্কৃতিক অঙ্গনে নানা তৎপরতা জুলাই আন্দোলনে গভীর প্রভাব ফেলেছে।
সালাহ উদ্দিন শুভ্রর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।
মাহবুব মোর্শেদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদী লেখক ও সাংস্কৃতিক পরিসরের বিপরীতে আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী লেখক ও সুশীল সমাজের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী শাসনামলে আমরা দেখেছি সুশীল সমাজের অনেকের সহযোগিতায় শেখ হাসিনা তার ক্ষমতা দীর্ঘায়িত করেছে। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে যে আকাঙ্ক্ষা নিয়ে বিগত সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ করতে পারব না।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন—লেখক ও সংগঠক নাহিদ হাসান, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ, মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, গবেষক দীপায়ন খিসা, কবি ফেরদৌস আরা রুমী, অ্যাক্টিভিস্ট বাকী বিল্লাহ, মশিউল আলম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম (আদিব), অ্যাক্টিভিস্ট আব্দুল মজিদ অন্তর, সাংবাদিক পলিয়ার ও ওয়াহিদ, মাসুদ জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে ‘রোড টু জুলাই’ শিরোনামে ২০১৮ সাল থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত লেখক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকদের উদ্যোগে ফ্যসিবাদ বিরোধী আন্দোলনের প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৫ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৬ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৬ ঘণ্টা আগে