ঢামেক প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেল দেড় বছরের মেয়ে ফাতেমা আক্তারও। আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় শিশুটি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, শিশু ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ সকালে মারা যায় শিশুটি।
গতকাল সোমবার ভোরে শিশুটির বাবা আব্দুল করিম ও মা খাদিজা আক্তার মারা যান।
এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া আড়াবাড়ী বটতলার আব্দুল কালামের চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। এরপর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ওই বাসার ভাড়াটিয়া মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সাহরি রান্না করতে উঠেছিলেন। এরপর চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বাসার ভেতরে থাকা তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাসায় গিয়ে তাঁরা দেখেন, জিনিসপত্রে আগুন জ্বলছে। এ সময় ওই তিনজন দৌড়ে বাসা থেকে বাইরে বের হন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন।
মোহাম্মদ হাসান জানান, বাসায় ঢুকে তাঁরা ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। তাঁদের ধারণা, ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, তাঁদের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। তাঁর ভগ্নিপতি আব্দুল করিমের বাড়িও তাঁদের পাশাপাশি। আব্দুল করিম স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় তাঁর একটি মুদিদোকান রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় বাবা-মায়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেল দেড় বছরের মেয়ে ফাতেমা আক্তারও। আজ মঙ্গলবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায় শিশুটি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি জানান, শিশু ফাতেমার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। আজ সকালে মারা যায় শিশুটি।
গতকাল সোমবার ভোরে শিশুটির বাবা আব্দুল করিম ও মা খাদিজা আক্তার মারা যান।
এর আগে গত বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যাত্রাবাড়ীর কোনাপাড়া আড়াবাড়ী বটতলার আব্দুল কালামের চারতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে। এরপর দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ওই বাসার ভাড়াটিয়া মোহাম্মদ হাসান জানান, রাতে খাদিজা সাহরি রান্না করতে উঠেছিলেন। এরপর চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে বাসার ভেতরে থাকা তিনজন দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ শুনে দৌড়ে বাসায় গিয়ে তাঁরা দেখেন, জিনিসপত্রে আগুন জ্বলছে। এ সময় ওই তিনজন দৌড়ে বাসা থেকে বাইরে বের হন। পরে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন।
মোহাম্মদ হাসান জানান, বাসায় ঢুকে তাঁরা ফ্রিজের নিচের অংশ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান। তাঁদের ধারণা, ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।
খাদিজার বড় ভাই সুরুজ রানা জানান, তাঁদের বাড়ি পাবনার সুজানগর উপজেলার বনাখোলা গ্রামে। তাঁর ভগ্নিপতি আব্দুল করিমের বাড়িও তাঁদের পাশাপাশি। আব্দুল করিম স্ত্রী খাদিজা ও মেয়ে ফাতেমাকে নিয়ে বটতলার ওই বাড়িতে ভাড়া থাকতেন। কোনাপাড়ায় তাঁর একটি মুদিদোকান রয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি শুধু ঝালকাঠির নন, তিনি পুরো বাংলাদেশের সম্পদ। হাদি হত্যার বিচার অবশ্যই হবে—এ বিষয়ে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে শিশুপার্ক...
১৫ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির সব ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ সোমবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সন্ধ্যায় এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
২৭ মিনিট আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।
২৯ মিনিট আগে
গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসাসেবা নিতে পারে, সে জন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।
৩৯ মিনিট আগে