জবি প্রতিনিধি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে আবরারের পরিবার।
রায়ের বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, `আমরা আপাতত সন্তুষ্ট, তবে মহামান্য সুপ্রিম কোর্ট যদি এ রায় বহাল রাখেন এবং কার্যকর হয়, সেদিন আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হব। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, সে জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সে আশা রাখছি। আমি মনে করি, এই রায় সারা দেশে দৃষ্টান্ত হিসেবে থাকবে।'
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, প্রতিনিয়ত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলে এমন নির্যাতন চলে। আবরার হত্যা মামলার এই রায় তাদের জন্য একটি ম্যাসেজ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক দলগুলো যে নির্যাতন চালায়, তাদের জন্যও এটি সতর্কবার্তা।
মোশারফ হোসেন বলেন, `এই রায়ে আমরা সন্তুষ্ট। আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ছাত্রলীগ করলে বঙ্গবন্ধুর আদর্শের হতে হবে।'
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। এই মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল, তাদের এ মামলায় আনা হয়নি। অনেক সাক্ষীর বক্তব্য সেভাবে শোনা হয়নি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। এই রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে আবরারের পরিবার।
রায়ের বিষয়ে আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, `আমরা আপাতত সন্তুষ্ট, তবে মহামান্য সুপ্রিম কোর্ট যদি এ রায় বহাল রাখেন এবং কার্যকর হয়, সেদিন আমরা পরিপূর্ণ সন্তুষ্ট হব। সরকার যেন এই রায় দ্রুত কার্যকর করে, সে জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, সে আশা রাখছি। আমি মনে করি, এই রায় সারা দেশে দৃষ্টান্ত হিসেবে থাকবে।'
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশারফ হোসেন কাজল সাংবাদিকদের বলেন, প্রতিনিয়ত আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর হলে এমন নির্যাতন চলে। আবরার হত্যা মামলার এই রায় তাদের জন্য একটি ম্যাসেজ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক দলগুলো যে নির্যাতন চালায়, তাদের জন্যও এটি সতর্কবার্তা।
মোশারফ হোসেন বলেন, `এই রায়ে আমরা সন্তুষ্ট। আমি অনুরোধ করব, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ছাত্রলীগ করলে বঙ্গবন্ধুর আদর্শের হতে হবে।'
রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মেদ বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। এই মামলায় যারা মাস্টারমাইন্ড ছিল, তাদের এ মামলায় আনা হয়নি। অনেক সাক্ষীর বক্তব্য সেভাবে শোনা হয়নি। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরুর আগে ঢাকা-৭ আসনের প্রার্থীরা সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান, কুশল বিনিময় এবং মতবিনিময়ের মাধ্যমে মাঠে সক্রিয় রয়েছেন। তবে ভোটারদের অনেকে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
১০ মিনিট আগে
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সংস্থাপন কর্মকর্তার কার্যালয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম। অফিস করেন টয়োটা ব্র্যান্ডের ল্যান্ডক্রুজার ডাবল কেবিনের একটি পিকআপে। খোঁজ নিয়ে জানা গেছে, গাড়িটির মালিক ঢাকা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর।
১০ মিনিট আগে
ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনে সংকটে পড়েছে রাষ্ট্রীয় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। পাবনার টেবুনিয়ায় বিএডিসি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ ও হেনস্তার অভিযোগে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে।
২০ মিনিট আগে
সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। একটি সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের মোবাইলে কল করে এবং ফেসবুকে নানাভাবে হয়রানি করছে। শারীরিকভাবে ক্যাম্পাসে লাঞ্ছনার শিকার হয়েছেন তাঁরা। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করাসহ অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগে