নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) যানজট নিরসনে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালিয়েছে অনুমোদনহীন অটোরিকশার চালকেরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এর আগে, সকাল থেকেই অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ইজিবাইকচালকেরা। একপর্যায়ে তাঁরা ভবনের ভেতরে ঢুকে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।
আহত যানজট নিরসনকারী কর্মীরা জানায়, নিবন্ধনহীন অটোচালকেরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিলেন। অন্য দিকে যানজট নিরসন কর্মীরা তাঁদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন সড়কে। হঠাৎ আন্দোলনকারীরা চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে নগর ভবনের ভেতর প্রবেশ করলে হামলাকারীরাও ভেতরে ঢুকে হামলা চালায়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর আক্রমণ করেছে ইজিবাইক চালকেরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিকশা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকেরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবি জানিয়ে আসছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) যানজট নিরসনে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালিয়েছে অনুমোদনহীন অটোরিকশার চালকেরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এর আগে, সকাল থেকেই অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ইজিবাইকচালকেরা। একপর্যায়ে তাঁরা ভবনের ভেতরে ঢুকে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।
আহত যানজট নিরসনকারী কর্মীরা জানায়, নিবন্ধনহীন অটোচালকেরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিলেন। অন্য দিকে যানজট নিরসন কর্মীরা তাঁদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন সড়কে। হঠাৎ আন্দোলনকারীরা চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে নগর ভবনের ভেতর প্রবেশ করলে হামলাকারীরাও ভেতরে ঢুকে হামলা চালায়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর আক্রমণ করেছে ইজিবাইক চালকেরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিকশা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকেরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবি জানিয়ে আসছে।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে