কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বুধবার থেকে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। তাতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ফলে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমরা শুনেছি ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’
জারা এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ সদস্য রুবেল আহমেদ বলেন, ‘আমার প্রায় ১ কোটি টাকার মাছ দুই দিন ধরে আটকে আছে। আমরা মাছের বরফ পরিবর্তন করে রাখছি। আমাদের গাড়ি ভারতে ঢুকলে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। আমাদের প্রায় দেড়-দুই কোটি টাকার মালামাল আটকে আছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।’
সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই। আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে।’

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম তিন দিন ধরে বন্ধ রয়েছে। তাতে লোকসান গুনতে হচ্ছে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, গত বুধবার থেকে ভারতের কৈলাশহরে ইসকন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেন। তাতে বন্ধ হয়ে যায় দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। ফলে চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বুধবার থেকে আজ শুক্রবার পর্যন্ত চাতলাপুর চেকপোস্ট দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আমরা শুনেছি ভারতের কৈলাশহরে ইসকন সদস্যদের বাধায় ভারতের দিকে চাতলাপুর শুল্ক স্টেশনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তাতে বাংলাদেশ থেকে মালবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে ভারত থেকেও কোনো মালামাল আসছে না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।’
জারা এন্টারপ্রাইজের সিঅ্যান্ডএফ সদস্য রুবেল আহমেদ বলেন, ‘আমার প্রায় ১ কোটি টাকার মাছ দুই দিন ধরে আটকে আছে। আমরা মাছের বরফ পরিবর্তন করে রাখছি। আমাদের গাড়ি ভারতে ঢুকলে ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়েছে।’
এ বিষয়ে চাতলাপুর এলসি স্টেশনের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সোহেল রানা চৌধুরী বলেন, ‘আমরা অপ্রস্তুত ছিলাম। আমাদের প্রায় দেড়-দুই কোটি টাকার মালামাল আটকে আছে। ভারতে অনেক মাছসহ কাঁচা পণ্য পাঠানো হতো। কিন্তু হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি।’
সিলেট কাস্টমস বিভাগের উপকমিশনার মমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ প্রান্তে কোনো সমস্যা নেই। আশা করছি দ্রুত সময়ে এর সমাধান হবে।’

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৭ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
১৩ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
২১ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৬ মিনিট আগে