
গাজীপুরের শ্রীপুরে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আত্মহত্যার কথা বলে হাসপাতালে মরদেহ ফেলে স্বামীসহ স্বজনেরা পালিয়েছেন বলে অভিযোগ মৃত গৃহবধূর পরিবারের। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত নারী নাম আফরিনা সুলতানা (১৮)। তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরকোনা গ্রামের মৃত রহমত আলীর মেয়ে। তিনি নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
অন্যদিকে অভিযুক্ত স্বামী শাহীন আলম নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কামতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলায় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন।
নিহতের নারীর বড় ভাই খায়রুল ইসলাম বলেন, ফোনে খবর পেয়ে বোনের ভাড়া বাসায় গিয়ে কাউকে পায়নি। এরপর দৌড়ে হাসপাতালে গিয়ে দেখি বোনের মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে তাঁর স্বামী।
তিনি আরও জানান, বিয়ের এক সপ্তাহ পর থেকে স্বামীসহ সবাই তার বোনের সঙ্গে ঝগড়া বিবাদ করতেন। পারিবারিক কলহের জেরে তাঁর বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে গেছে।
শ্রীপুর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসমাউল হুসনা বলেন, কয়েকজন অজ্ঞান নামা লোকজন ওই নারীর মরদেহ রেখে পালিয়ে যান। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পরিবার আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত শাহীনের মা নুরুন্নাহারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে বিয়ের তিন মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আত্মহত্যার কথা বলে হাসপাতালে মরদেহ ফেলে স্বামীসহ স্বজনেরা পালিয়েছেন বলে অভিযোগ মৃত গৃহবধূর পরিবারের। আজ শনিবার রাত সাড়ে ৭টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত নারী নাম আফরিনা সুলতানা (১৮)। তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলার ঠাকুরকোনা গ্রামের মৃত রহমত আলীর মেয়ে। তিনি নোমান গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন।
অন্যদিকে অভিযুক্ত স্বামী শাহীন আলম নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার কামতলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি শ্রীপুর উপজেলায় মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করেন।
নিহতের নারীর বড় ভাই খায়রুল ইসলাম বলেন, ফোনে খবর পেয়ে বোনের ভাড়া বাসায় গিয়ে কাউকে পায়নি। এরপর দৌড়ে হাসপাতালে গিয়ে দেখি বোনের মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছে তাঁর স্বামী।
তিনি আরও জানান, বিয়ের এক সপ্তাহ পর থেকে স্বামীসহ সবাই তার বোনের সঙ্গে ঝগড়া বিবাদ করতেন। পারিবারিক কলহের জেরে তাঁর বোনকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে গেছে।
শ্রীপুর জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসমাউল হুসনা বলেন, কয়েকজন অজ্ঞান নামা লোকজন ওই নারীর মরদেহ রেখে পালিয়ে যান। ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই পুলিশে খবর দেওয়া হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, পরিবার আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ ঘটনায় অভিযুক্ত শাহীনের মা নুরুন্নাহারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে