
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ এবং টেসল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে ‘আ গ্লোবাল সাউথ ন্যারেটিভ অফ দা ট্রান্সফরমেশন অফ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস’ শীর্ষক ওয়েবিনার। এটি ছিল ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের ডিস্টিংগুইশড লেকচার সিরিজের নবম সংকলন।
ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল হামিদ (সহযোগী অধ্যাপক, টেসল এডুকেশন, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়), ড. শায়লা সুলতানা (অধ্যাপক, ইংরেজি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং ড. মোহাম্মদ মনিনুর রশীদ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
ওয়েবিনারের আলোচক আ ম ম হামিদুর রহমান (অধ্যাপক, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) সকল বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
বক্তারা বাংলাদেশে ১৯৮৫ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায়োগিক ভাষাতত্ত্ব গবেষণায় যে বিপ্লব সাধিত হয়েছে, সেটি তুলে ধরেন। তারা তাদের বিদেশে উচ্চশিক্ষার ও গবেষক হয়ে ওঠার গল্প এবং তারা যে সকল বাধার সম্মুখীন হয়েছিল তা-ও বর্ণনা করেন, যা ওয়েবিনারে উপস্থিত সকল তরুণ গবেষকদের অনুপ্রাণিত করে। পরিশেষে তারা তরুণ গবেষকদের ঔপনিবেশিক মনোভাব থেকে বেরিয়ে আসতে আহ্বান করেন এবং বাংলায় লিখতে উদ্বুদ্ধ করেন যেন তাদের অর্জিত জ্ঞান দেশের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, এসইউবির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তৌহিদা ইয়াসমিন হুমায়রার স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে এ আয়োজন শুরু হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও টেসল সোসাইটি অফ বাংলাদেশের সহসভাপতি হামিদুল হক এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের আহ্বায়ক পরেন চন্দ্র বর্মণ, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয় এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সারওয়াত আজাদ বৃষ্টি, প্রভাষক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ এবং টেসল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে গতকাল বুধবার (৩০ আগস্ট) বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে ‘আ গ্লোবাল সাউথ ন্যারেটিভ অফ দা ট্রান্সফরমেশন অফ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস’ শীর্ষক ওয়েবিনার। এটি ছিল ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজের ডিস্টিংগুইশড লেকচার সিরিজের নবম সংকলন।
ওয়েবিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. ওবায়দুল হামিদ (সহযোগী অধ্যাপক, টেসল এডুকেশন, কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়), ড. শায়লা সুলতানা (অধ্যাপক, ইংরেজি বিভাগ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং ড. মোহাম্মদ মনিনুর রশীদ (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
ওয়েবিনারের আলোচক আ ম ম হামিদুর রহমান (অধ্যাপক, ইংরেজি বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) সকল বক্তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে নিজের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
বক্তারা বাংলাদেশে ১৯৮৫ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায়োগিক ভাষাতত্ত্ব গবেষণায় যে বিপ্লব সাধিত হয়েছে, সেটি তুলে ধরেন। তারা তাদের বিদেশে উচ্চশিক্ষার ও গবেষক হয়ে ওঠার গল্প এবং তারা যে সকল বাধার সম্মুখীন হয়েছিল তা-ও বর্ণনা করেন, যা ওয়েবিনারে উপস্থিত সকল তরুণ গবেষকদের অনুপ্রাণিত করে। পরিশেষে তারা তরুণ গবেষকদের ঔপনিবেশিক মনোভাব থেকে বেরিয়ে আসতে আহ্বান করেন এবং বাংলায় লিখতে উদ্বুদ্ধ করেন যেন তাদের অর্জিত জ্ঞান দেশের সকল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, এসইউবির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তৌহিদা ইয়াসমিন হুমায়রার স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে এ আয়োজন শুরু হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের ইংরেজি বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ও টেসল সোসাইটি অফ বাংলাদেশের সহসভাপতি হামিদুল হক এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের আহ্বায়ক পরেন চন্দ্র বর্মণ, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর কৃতজ্ঞতা জ্ঞাপনসূচক বক্তব্যের মাধ্যমে আয়োজনের পরিসমাপ্তি হয় এবং অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সারওয়াত আজাদ বৃষ্টি, প্রভাষক, ডিপার্টমেন্ট অফ ইংলিশ স্টাডিজ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

পাবনার সুজানগরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে সাগর শেখ ওরফে মাসুদ রানা (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে উপজেলার তাঁতিবন্ধ ইউনিয়নের রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ।
১৪ মিনিট আগে
সিআইডিপ্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়।
২০ মিনিট আগে
রাজধানী থেকে টেলিগ্রামভিত্তিক প্রতারণা চক্রের পাঁচ চীনা নাগরিকসহ আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বসুন্ধরা ও উত্তরা পশ্চিম এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৪৪ মিনিট আগে
পৌষ সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে ঐতিহ্যবাহী শতবর্ষী ‘মাছের মেলা’ শুরু হয়েছে। গতকাল সোমবার রাত থেকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে শতবর্ষী এই মেলা বসেছে। চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
১ ঘণ্টা আগে