নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আট অতিরিক্ত পুলিশ সুপার ও সাত সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে একজনের বদলি বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান। গতকাল মঙ্গলবার (২৮ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-রংপুর এ-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোবাশশিরা হাবীর খানকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিম মিয়াকে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), নরসিংদীর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বর্তমানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, আরএমপিতে বদলীর আদেশ প্রাপ্ত শাহেদ আহমেদকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলীকে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের (টিআর পদে) অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলামকে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার, বরিশালের ১০ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়দার আলী মোল্লাকে খুলনার ৩য় এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া নোয়াখালী (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার আবু মাহরুফ মো. শাহনূরকে পুলিশ সদর দপ্তরে, নওগাঁর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত আদেশ প্রত্যাহার হওয়া আব্দুল কাদেরকে রাজশাহীর সারদার সহকারী পুলিশ সুপার (বিপিএ), ফরিদপুর নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (টিআরর), সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান মামুনকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাজশাহীর সহকারী পুলিশ সুপার (এসএসএফ) নিয়াজ মেহেদীকে বগুড়ার গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার, ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ’র এর সহকারী পুলিশ সুপার রনপ্রয় চন্দ্র মল্লিককে সুনামগঞ্জের ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মহিবুল হাসানকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ’র সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৬ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপন মোতাবেক জারিকৃত ক্রমিক নং-৫ এ বর্ণিত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আট অতিরিক্ত পুলিশ সুপার ও সাত সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। একই আদেশে একজনের বদলি বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান। গতকাল মঙ্গলবার (২৮ জুন) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন-রংপুর এ-সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোবাশশিরা হাবীর খানকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিম মিয়াকে পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদারকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর পদে), নরসিংদীর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বর্তমানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, আরএমপিতে বদলীর আদেশ প্রাপ্ত শাহেদ আহমেদকে অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কিশোরগঞ্জের হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলীকে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, পুলিশ সদর দপ্তরের (টিআর পদে) অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলামকে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার, বরিশালের ১০ এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়দার আলী মোল্লাকে খুলনার ৩য় এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে।
এ ছাড়া নোয়াখালী (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার আবু মাহরুফ মো. শাহনূরকে পুলিশ সদর দপ্তরে, নওগাঁর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত আদেশ প্রত্যাহার হওয়া আব্দুল কাদেরকে রাজশাহীর সারদার সহকারী পুলিশ সুপার (বিপিএ), ফরিদপুর নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সুমিদুর রহমানকে পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (টিআরর), সিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদুল হাসান মামুনকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার, রাজশাহীর সহকারী পুলিশ সুপার (এসএসএফ) নিয়াজ মেহেদীকে বগুড়ার গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার, ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ’র এর সহকারী পুলিশ সুপার রনপ্রয় চন্দ্র মল্লিককে সুনামগঞ্জের ছাতক সার্কেল সহকারী পুলিশ সুপার, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মহিবুল হাসানকে ঢাকার ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) ’র সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৬ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপন মোতাবেক জারিকৃত ক্রমিক নং-৫ এ বর্ণিত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৩ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৪ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৪ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৪ ঘণ্টা আগে