নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি ফাইটার জেট সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর এটি মাইলস্টোন স্কুলের ভেতরে বিধ্বস্ত হয়। লাশ হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছে আইএসপিআর।
নিহত যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে- ফাতেমা (৯), সামিউল (৯), রজনী ইসলাম (৩৭), মেহনাজ আফরিন (৯), শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) ও সায়মা আক্তার (৯)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন সোমবার রাতে মারা গেছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। সর্বশেষ মৃত শিক্ষার্থী এবি শামীম (১৪) আইসিইউতে ভর্তি ছিল। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে নিয়ে বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট পাঁচজনের মৃত্যু হল।
এর আগে বিকেল ৫টা ২৫ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ও ঢামেকে ৩ জনসহ মোট ২০ জনের মৃত্যুর খবর দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর পরে বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।
তবে এর আগে আইএসপিআর মোট ১৭১ জনের হাসপাতালে ভর্তি থাকার তথ্য দিয়েছিল।

ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শনাক্ত ৮ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত আরও দেড় শতাধিক চিকিৎসাধীন আছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর ‘এফ-৭ বিজিআই’ মডেলের একটি ফাইটার জেট সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর এটি মাইলস্টোন স্কুলের ভেতরে বিধ্বস্ত হয়। লাশ হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছে আইএসপিআর।
নিহত যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে- ফাতেমা (৯), সামিউল (৯), রজনী ইসলাম (৩৭), মেহনাজ আফরিন (৯), শারিয়া আক্তার (১৩), নুসরাত জাহান আনিকা (১০), সাদ সালাউদ্দিন (৯) ও সায়মা আক্তার (৯)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আরও একজন সোমবার রাতে মারা গেছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। সর্বশেষ মৃত শিক্ষার্থী এবি শামীম (১৪) আইসিইউতে ভর্তি ছিল। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাকে নিয়ে বার্ন ইনস্টিটিউট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোট পাঁচজনের মৃত্যু হল।
এর আগে বিকেল ৫টা ২৫ পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে ও ঢামেকে ৩ জনসহ মোট ২০ জনের মৃত্যুর খবর দিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এর পরে বার্ন ইনস্টিটিউটে আরও দুজনের মৃত্যু হয়।
এদিকে আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান। সোমবার রাত সাড়ে আটটার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৮৮ জন। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর।
তবে এর আগে আইএসপিআর মোট ১৭১ জনের হাসপাতালে ভর্তি থাকার তথ্য দিয়েছিল।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৫ ঘণ্টা আগে