ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ছাত্রলীগের এক সিনিয়র কর্মীকে সালাম না দেওয়ায় চড়-থাপ্পড় ও কিল ঘুষি দিয়েছেন বলে অভিযোগ এক শিক্ষার্থীর। এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সাজ্জাদুল হক সাইদী। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মানিক ২০১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তারা উভয়েই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সিয়াম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।
মারধরের বিষয়ে সাজ্জাদুল হক সাইদী একটি অভিযোগপত্র হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন ভূঁইয়া বরাবর জমা দেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে আমি আমার রুম ২৪৯ নম্বরে অনলাইনে জুমের মাধ্যমে ব্যক্তিগত একটি ক্লাস করছিলাম। তখন মানিক ভাই রুমে এসে আমার ব্যাচমেটসহ যারা রুমে ছিল তাদের প্রোগ্রামে না যাওয়ার জন্য, প্রোগ্রাম করি না কেন, পলিটিক্যাল রুমে থেকে প্রোগ্রাম না করা এসব বলে গালিগালাজ করছিল। তখন আমি অনলাইন ক্লাসের জন্য উঠে তাদের সালাম দিতে পারিনি বলে তারা আমায় শাসায়। আমি পরে যখন জুমের লিংক কেটে দিয়ে উঠে দাঁড়াই, তখন তিনি আমাকে একটা চড় মারেন। এরপর আমার বুকে লাথি মেরে আমাকে ফেলে দেয়। এরপর আমি রুম থেকে বের হয়ে গেছি।
অভিযোগের বিষয়ে মানিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন ভূঁইয়াকে একাধিকবার কল দেওয়া হলে তিনিও রিসিভ করেননি।
তবে হলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী একটি অভিযোগপত্র জমা দিয়েছে এবং এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে; কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে উল্লেখ করেন মোতালেব।
তদন্ত কমিটির সদস্যরা হলেন-অধ্যাপক আহমেদ উল্লাহ, মোবারক হোসেন ও আজহারুল ইসলাম।
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের ঘটনা ঘটেনি তবে কথা-কাটাকাটি হয়েছে। আমি তাদের ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ছাত্রলীগের এক সিনিয়র কর্মীকে সালাম না দেওয়ায় চড়-থাপ্পড় ও কিল ঘুষি দিয়েছেন বলে অভিযোগ এক শিক্ষার্থীর। এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম সাজ্জাদুল হক সাইদী। তিনি নৃবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। অভিযুক্ত ছাত্রলীগ কর্মী মানিক ২০১৭-১৮ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তারা উভয়েই হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমানের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সিয়াম রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের অনুসারী।
মারধরের বিষয়ে সাজ্জাদুল হক সাইদী একটি অভিযোগপত্র হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন ভূঁইয়া বরাবর জমা দেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে আমি আমার রুম ২৪৯ নম্বরে অনলাইনে জুমের মাধ্যমে ব্যক্তিগত একটি ক্লাস করছিলাম। তখন মানিক ভাই রুমে এসে আমার ব্যাচমেটসহ যারা রুমে ছিল তাদের প্রোগ্রামে না যাওয়ার জন্য, প্রোগ্রাম করি না কেন, পলিটিক্যাল রুমে থেকে প্রোগ্রাম না করা এসব বলে গালিগালাজ করছিল। তখন আমি অনলাইন ক্লাসের জন্য উঠে তাদের সালাম দিতে পারিনি বলে তারা আমায় শাসায়। আমি পরে যখন জুমের লিংক কেটে দিয়ে উঠে দাঁড়াই, তখন তিনি আমাকে একটা চড় মারেন। এরপর আমার বুকে লাথি মেরে আমাকে ফেলে দেয়। এরপর আমি রুম থেকে বের হয়ে গেছি।
অভিযোগের বিষয়ে মানিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মকবুল হোসেন ভূঁইয়াকে একাধিকবার কল দেওয়া হলে তিনিও রিসিভ করেননি।
তবে হলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী একটি অভিযোগপত্র জমা দিয়েছে এবং এ নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে; কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে উল্লেখ করেন মোতালেব।
তদন্ত কমিটির সদস্যরা হলেন-অধ্যাপক আহমেদ উল্লাহ, মোবারক হোসেন ও আজহারুল ইসলাম।
হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মারধরের ঘটনা ঘটেনি তবে কথা-কাটাকাটি হয়েছে। আমি তাদের ডেকে বিষয়টি সমাধান করে দিয়েছি।’

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে