সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচির আগের রাতে বিএনপি নেতাদের বাড়িতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে গিয়েছিল ডিবি পুলিশ।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, মূলত আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, সে জন্য ডিবি পুলিশ অভিযানে গিয়েছে। কাউকে হয়রানি করার জন্য নয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযানের বিষয় কিছু জানে না তারা। থানা-পুলিশের সদস্যদের মধ্যে কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ডিবি পুলিশ অভিযান করতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘গতকাল রাত ১টার দিকে কয়েক গাড়ি ডিবি পুলিশ আমার বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বাড়ির গেটে কয়েকবার ধাক্কা দিয়ে চলে যায়। আজ সকালে আমাদের অবস্থান কর্মসূচিস্থলের স্টেজ ভেঙে দিয়েছে পুলিশ।’
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গতকাল রাত ১২টায় চারটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশ তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়িতে আসে। শুরুতেই তারা কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর তারা বাড়ির ফটকে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
গিয়াসউদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে থানায় বর্তমানে কোনো ওয়ারেন্ট বা মামলা নেই। মূলত আজ জেলা বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘গিয়াসউদ্দিনের বাড়িতে অভিযানের বিষয়ে আমার কিছু জানা নেই। হয়তো ডিবি পুলিশ অভিযান করেছে। তবে অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কেউ ছিলেন না।’

নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচির আগের রাতে বিএনপি নেতাদের বাড়িতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
জানা গেছে, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াস উদ্দিন এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের বাড়িতে গিয়েছিল ডিবি পুলিশ।
বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, মূলত আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে নেতা-কর্মীদের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অভিযান চালাচ্ছে।
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে যেন কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয়, সে জন্য ডিবি পুলিশ অভিযানে গিয়েছে। কাউকে হয়রানি করার জন্য নয়।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ বলছে, বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে অভিযানের বিষয় কিছু জানে না তারা। থানা-পুলিশের সদস্যদের মধ্যে কেউ সেখানে উপস্থিত ছিলেন না। ডিবি পুলিশ অভিযান করতে পারে।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্যসচিব ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইকবাল হোসেন বলেন, ‘গতকাল রাত ১টার দিকে কয়েক গাড়ি ডিবি পুলিশ আমার বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বাড়ির গেটে কয়েকবার ধাক্কা দিয়ে চলে যায়। আজ সকালে আমাদের অবস্থান কর্মসূচিস্থলের স্টেজ ভেঙে দিয়েছে পুলিশ।’
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, গতকাল রাত ১২টায় চারটি মাইক্রোবাসে করে ডিবি পুলিশ তাঁর সিদ্ধিরগঞ্জের বাড়িতে আসে। শুরুতেই তারা কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর তারা বাড়ির ফটকে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
গিয়াসউদ্দিন বলেন, তাঁর বিরুদ্ধে থানায় বর্তমানে কোনো ওয়ারেন্ট বা মামলা নেই। মূলত আজ জেলা বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করার জন্য ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করেছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘গিয়াসউদ্দিনের বাড়িতে অভিযানের বিষয়ে আমার কিছু জানা নেই। হয়তো ডিবি পুলিশ অভিযান করেছে। তবে অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের কেউ ছিলেন না।’

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজও রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শনিবার সকালে জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
১৪ মিনিট আগে
রাজধানীর মিরপুর রোডে গ্যাসের প্রধান লাইনের ভালভ ফেটে যাওয়ার ফলে ঢাকা মহানগরীর একটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ সৃষ্টি হয়েছে। আজ শনিবার এক বার্তায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এই তথ্য জানিয়েছে।
১৭ মিনিট আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ঠাকুরগাঁওয়ে ছয়জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া একজন সন্দেহভাজন সহযোগীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪১ মিনিট আগে
গণভোট নিয়ে মাঠে কাজ করা দিনমজুর ও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা জানান, সাধারণ ভোটের বিষয়টি তাঁরা জানেন এবং আগেও ভোট দিয়েছেন। কিন্তু গণভোট কী, এ সম্পর্কে তাঁদের কোনো ধারণা নেই।
১ ঘণ্টা আগে