Ajker Patrika

উত্তরায় বাসচাপায় যুবক নিহত

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
উত্তরায় বাসচাপায় যুবক নিহত

রাজধানীর উত্তরায় ‘দ্রুতগামী’ পরিবহনের বাসচাপায় খন্দকার শাহিনুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটি আটক করেছে পুলিশ। 

আশুলিয়া-আবদুল্লাহপুর মহাসড়কের আবদুল্লাহপুর মাছ বাজার সংলগ্ন মহাসড়কে আজ শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে। পরে ওই যুবককে দ্রুত উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহত ওই যুবক হলেন-টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বানিয়াড়া নামক গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। টাঙ্গাইলে তার একটি ওষুধের দোকান ছিল। 

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, টাঙ্গাইল থেকে বেপরোয়া গতিতে ঢাকাগামী ‘দ্রুতগামী’ পরিবহনের বাসচাপায় শাহিনুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেছেন। কিন্তু বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। 

ওসি মহসীন বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করছেন। ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত