নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদেশে উন্নত জীবনের জন্য চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি মানব পাচারকারী চক্র। পাচারকারী চক্রের সঙ্গে জড়িত জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ট্রাভেল এজেন্সির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল সোমবার রাজধানীর পল্টন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারেরা হলেন—ট্রাভেল এজেন্সির মালিক ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদী (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোনসহ ৫টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন জব্দ করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মুখপাত্র অতি: পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মো. আজাদ রহমান।
তিনি বলেন, রিকশা চালক মোহাম্মদ সোনা মিয়া নামের এক ব্যক্তি ইউটিউবে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের এক বিজ্ঞাপনে দেখতে পান, ৫ লাখ টাকায় কার ওয়াশের ওয়ার্কিং ভিসায় কিরগিজস্তানে লোক নেওয়া হবে। বেতন হবে ৬০ থেকে ৬৫ হাজার টাকা এবং খাওয়া নিজের, থাকা কোম্পানির। এতে আকৃষ্ট হয়ে তিনি প্রতিষ্ঠানটির নয়াপল্টনের অফিসে যোগাযোগ করে টাকা দেন।
আজাদ রহমান বলেন, সোনা মিয়া ছাড়াও মো. আকাশ শেখ (২১) ও মো. আকতার সরদার (২৩) নামের আরও দুজন টাকা দেন। প্রতিষ্ঠানটি তাদের কিরগিজস্তানের ভিসা ও বিমানের টিকিট দেন। তবে ভিসার কপি ও বিমানের টিকিট নিয়ে গত ৭ এপ্রিল কিরগিজস্তানে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ অনলাইনে তাদের ভিসার তথ্য না পেয়ে তাদের যাত্রা স্থগিত করে। পরে তারা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে।
সিআইডি মামলাটির তদন্ত করে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক ইব্রাহীম মল্লিক নাহিদসহ আরও দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারেরা এর আগে যাদের অভিবাসী কর্মী হিসেবে কিরগিজস্তানে পাঠিয়েছে তাঁদের অধিকাংশই সেখানে মানব পাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা রুজু প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান সিআইডি এই কর্মকর্তা।

বিদেশে উন্নত জীবনের জন্য চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি মানব পাচারকারী চক্র। পাচারকারী চক্রের সঙ্গে জড়িত জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ট্রাভেল এজেন্সির মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল সোমবার রাজধানীর পল্টন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারেরা হলেন—ট্রাভেল এজেন্সির মালিক ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫), শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদী (২৪)। এ সময় তাঁদের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি আইফোনসহ ৫টি স্মার্ট ফোন, একটি বাটন ফোন জব্দ করা হয়।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মুখপাত্র অতি: পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) মো. আজাদ রহমান।
তিনি বলেন, রিকশা চালক মোহাম্মদ সোনা মিয়া নামের এক ব্যক্তি ইউটিউবে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানের এক বিজ্ঞাপনে দেখতে পান, ৫ লাখ টাকায় কার ওয়াশের ওয়ার্কিং ভিসায় কিরগিজস্তানে লোক নেওয়া হবে। বেতন হবে ৬০ থেকে ৬৫ হাজার টাকা এবং খাওয়া নিজের, থাকা কোম্পানির। এতে আকৃষ্ট হয়ে তিনি প্রতিষ্ঠানটির নয়াপল্টনের অফিসে যোগাযোগ করে টাকা দেন।
আজাদ রহমান বলেন, সোনা মিয়া ছাড়াও মো. আকাশ শেখ (২১) ও মো. আকতার সরদার (২৩) নামের আরও দুজন টাকা দেন। প্রতিষ্ঠানটি তাদের কিরগিজস্তানের ভিসা ও বিমানের টিকিট দেন। তবে ভিসার কপি ও বিমানের টিকিট নিয়ে গত ৭ এপ্রিল কিরগিজস্তানে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশ অনলাইনে তাদের ভিসার তথ্য না পেয়ে তাদের যাত্রা স্থগিত করে। পরে তারা জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করে।
সিআইডি মামলাটির তদন্ত করে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক ইব্রাহীম মল্লিক নাহিদসহ আরও দুজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারেরা এর আগে যাদের অভিবাসী কর্মী হিসেবে কিরগিজস্তানে পাঠিয়েছে তাঁদের অধিকাংশই সেখানে মানব পাচারের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে। তাঁদের বিরুদ্ধে মানিলন্ডারিং মামলা রুজু প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান সিআইডি এই কর্মকর্তা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩ ঘণ্টা আগে