নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রোববার সারা দেশে পালিত হবে কোরবানির ঈদ। তাই মানুষ শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে পশু কোরবানির। অনেকে এরই মধ্যে পশুর হাট থেকে পছন্দের গরু ও ছাগল কিনে নিয়েছেন। তবে ঢাকার ক্রেতাদের বড় অংশ পশু কিনবেন আজ।
আজ শনিবার ঢাকার দুই সিটির ৩টি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে হাটে শেষ মুহূর্তে পশু বিক্রির ধুম পড়েছে। কমলাপুর পশুর হাটে কথা হয় গরু ব্যবসায়ী রাজ্জাক হোসেনের সঙ্গে। কিশোরগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে তিনি হাটে এসেছেন। রাজ্জাক হোসেন জানান, গত দুই দিনে ৯টি গরু বিক্রি হয়ে গেছে। আজ শেষ দিন কেনা দামে হলেও বাকি গরু বিক্রি করে দেব।
বগুড়ার গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আজ সকালে ১৭টি গরু নিয়ে কমলাপুর হাটে এসেছেন। এর মধ্যে ছোট সাইজের একটা গরু ৬৮ হাজার টাকা বিক্রি করেছেন। বেলা শেষ হওয়ার আগেই বাকি গরুও বিক্রি করতে পারবেন প্রত্যাশা জাহাঙ্গীরের।
রাজধানীর শান্তিনগর থেকে কমলাপুরে গরু কিনতে এসেছেন সেলিম আহমেদ। তিনি জানান, মাঝারি সাইজের গরু তাঁর পছন্দ। বাজেট ৮০ থেকে ৮৫ হাজার টাকার মতো। আজকে কোরবানির গরু নিয়েই ঘরে ফিরতে চান তিনি।
শাহজাহানপুর খেলার মাঠে ১০টি গরু নিয়ে এসেছিলেন কুষ্টিয়ার মিরপুর এলাকার শহীদুল ইসলাম। তিনি আট বছর ধরে এই হাটে গরু নিয়ে আসেন। শহীদুল ইসলাম জানালেন, শুক্রবার রাতেই তাঁর ৮টি গরু বিক্রি হয়ে গেছে। দামও পেয়েছেন ভালো। বাকি দুটি গরু আজ বিক্রি করবেন।
শাহজাহানপুর খেলার মাঠ ইজারাদার আব্দুল লতিফ জানালেন, এবার হাটে বেচা-বিক্রি ভালোই জমেছে। শুক্রবার রাতের মধ্যে শাহজাহানপুর হাটে ব্যবসায়ীদের বেশির ভাগ গরু বিক্রি হয়ে গেছে।
এদিকে আফতাবনগর পশুর হাটেও বিক্রি বেশ ভালো হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই হাটে নওগাঁ থেকে ৫টি গরু নিয়ে এসেছিলেন আতিকুর রহমান। এর মধ্যে ৩টি গরু বিক্রি হয়েছে বলে জানালেন আতিকুর।
এ বছর ঢাকার দুই সিটিতে গাবতলী ও সারুলিয়া এই দুটি স্থায়ী পশুর হাট ছাড়াও অস্থায়ী পশুর হাট বসেছে ১৯টি। এর মধ্যে ডিএনসিসিতে অস্থায়ী হাটের সংখ্যা ৯টি আর ডিএসসিসিতে ১০টি।

রোববার সারা দেশে পালিত হবে কোরবানির ঈদ। তাই মানুষ শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে পশু কোরবানির। অনেকে এরই মধ্যে পশুর হাট থেকে পছন্দের গরু ও ছাগল কিনে নিয়েছেন। তবে ঢাকার ক্রেতাদের বড় অংশ পশু কিনবেন আজ।
আজ শনিবার ঢাকার দুই সিটির ৩টি পশুর হাট ঘুরে দেখা গেছে, হাটে হাটে শেষ মুহূর্তে পশু বিক্রির ধুম পড়েছে। কমলাপুর পশুর হাটে কথা হয় গরু ব্যবসায়ী রাজ্জাক হোসেনের সঙ্গে। কিশোরগঞ্জ থেকে ১৪টি গরু নিয়ে তিনি হাটে এসেছেন। রাজ্জাক হোসেন জানান, গত দুই দিনে ৯টি গরু বিক্রি হয়ে গেছে। আজ শেষ দিন কেনা দামে হলেও বাকি গরু বিক্রি করে দেব।
বগুড়ার গরু ব্যবসায়ী জাহাঙ্গীর আলম আজ সকালে ১৭টি গরু নিয়ে কমলাপুর হাটে এসেছেন। এর মধ্যে ছোট সাইজের একটা গরু ৬৮ হাজার টাকা বিক্রি করেছেন। বেলা শেষ হওয়ার আগেই বাকি গরুও বিক্রি করতে পারবেন প্রত্যাশা জাহাঙ্গীরের।
রাজধানীর শান্তিনগর থেকে কমলাপুরে গরু কিনতে এসেছেন সেলিম আহমেদ। তিনি জানান, মাঝারি সাইজের গরু তাঁর পছন্দ। বাজেট ৮০ থেকে ৮৫ হাজার টাকার মতো। আজকে কোরবানির গরু নিয়েই ঘরে ফিরতে চান তিনি।
শাহজাহানপুর খেলার মাঠে ১০টি গরু নিয়ে এসেছিলেন কুষ্টিয়ার মিরপুর এলাকার শহীদুল ইসলাম। তিনি আট বছর ধরে এই হাটে গরু নিয়ে আসেন। শহীদুল ইসলাম জানালেন, শুক্রবার রাতেই তাঁর ৮টি গরু বিক্রি হয়ে গেছে। দামও পেয়েছেন ভালো। বাকি দুটি গরু আজ বিক্রি করবেন।
শাহজাহানপুর খেলার মাঠ ইজারাদার আব্দুল লতিফ জানালেন, এবার হাটে বেচা-বিক্রি ভালোই জমেছে। শুক্রবার রাতের মধ্যে শাহজাহানপুর হাটে ব্যবসায়ীদের বেশির ভাগ গরু বিক্রি হয়ে গেছে।
এদিকে আফতাবনগর পশুর হাটেও বিক্রি বেশ ভালো হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই হাটে নওগাঁ থেকে ৫টি গরু নিয়ে এসেছিলেন আতিকুর রহমান। এর মধ্যে ৩টি গরু বিক্রি হয়েছে বলে জানালেন আতিকুর।
এ বছর ঢাকার দুই সিটিতে গাবতলী ও সারুলিয়া এই দুটি স্থায়ী পশুর হাট ছাড়াও অস্থায়ী পশুর হাট বসেছে ১৯টি। এর মধ্যে ডিএনসিসিতে অস্থায়ী হাটের সংখ্যা ৯টি আর ডিএসসিসিতে ১০টি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
২৫ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে