নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়ালপথের ওপর পরীক্ষামূলক পারফরম্যান্স পরীক্ষার আগেই আজ শুক্রবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালিয়ে প্রস্তুতিমূলক মহড়া শেষ করেছে মেট্রোরেলে কর্তৃপক্ষ। আগামী রোববার উড়ালপথের রেললাইনে ওপর ফাইনালি মেট্রোরেলের প্রথম পারফরম্যান্স পরীক্ষা হবে।
প্রস্তুতিমূলক মহড়ার বিষয়ে জানতে চাইলে মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী রোববার ভায়াডাক্টের ওপরে যে পরীক্ষা হবে তার আগে আজ মেট্রোরেলের নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক একটা পরীক্ষা করেছি। মেট্রোরেলের উত্তরার ডিপো থেকে শুরু করে মিরপুরের পল্লবী পর্যন্ত চারটা স্টেশনে চালিয়ে দেখা হয়েছে।
এ বি এম আরিফুর রহমান আরও বলেন, এই প্রস্তুতিমূলক মহড়ায় আমরা দেখেছি কোচের সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতা ঠিক আছে কিনা। তা ছাড়া ট্রেন চালানোর জন্য যতগুলো মেজারমেন্ট দরকার সবগুলোই আজকে দেখা হয়েছে। আজকের প্রস্তুতিমূলক মহড়ায় সবকিছুই ঠিক ছিল। আমরা আশা করছি আগামী রোববার ফাইনালি পারফরম্যান্স পরীক্ষা শুরু করতে পারব।
এদিক, মেট্রোরেলের প্রস্তুতিমূলক মহড়ায় আজ ৫ থেকে ১৫ কিলোমিটার গতিতে চালিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। উড়ালপথের রেল লাইনের ওপরে মেট্রোরেলের চলার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটটি লাইন-৬ বলা হয়। গেল জুলাই মাস পর্যন্ত সব মিলিয়ে কাজ এগিয়েছে ৬৮ দশমিক ৪৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ হয়েছে সবচেয়ে বেশি। এ অংশে কাজ হয়েছে ৮৮ দশমিক ১৮ শতাংশ। আগামী ডিসেম্বরে এই অংশটি মেট্রোরেলে যাত্রী পরিবহনের জন্য চালু করতে চায় সরকার।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।

মেট্রোরেলের ভায়াডাক্ট বা উড়ালপথের ওপর পরীক্ষামূলক পারফরম্যান্স পরীক্ষার আগেই আজ শুক্রবার উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেল চালিয়ে প্রস্তুতিমূলক মহড়া শেষ করেছে মেট্রোরেলে কর্তৃপক্ষ। আগামী রোববার উড়ালপথের রেললাইনে ওপর ফাইনালি মেট্রোরেলের প্রথম পারফরম্যান্স পরীক্ষা হবে।
প্রস্তুতিমূলক মহড়ার বিষয়ে জানতে চাইলে মেট্রোরেলের প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, আগামী রোববার ভায়াডাক্টের ওপরে যে পরীক্ষা হবে তার আগে আজ মেট্রোরেলের নিরাপত্তা এবং প্রস্তুতিমূলক একটা পরীক্ষা করেছি। মেট্রোরেলের উত্তরার ডিপো থেকে শুরু করে মিরপুরের পল্লবী পর্যন্ত চারটা স্টেশনে চালিয়ে দেখা হয়েছে।
এ বি এম আরিফুর রহমান আরও বলেন, এই প্রস্তুতিমূলক মহড়ায় আমরা দেখেছি কোচের সঙ্গে প্ল্যাটফর্মের উচ্চতা ঠিক আছে কিনা। তা ছাড়া ট্রেন চালানোর জন্য যতগুলো মেজারমেন্ট দরকার সবগুলোই আজকে দেখা হয়েছে। আজকের প্রস্তুতিমূলক মহড়ায় সবকিছুই ঠিক ছিল। আমরা আশা করছি আগামী রোববার ফাইনালি পারফরম্যান্স পরীক্ষা শুরু করতে পারব।
এদিক, মেট্রোরেলের প্রস্তুতিমূলক মহড়ায় আজ ৫ থেকে ১৫ কিলোমিটার গতিতে চালিয়ে দেখা হয়েছে বলে জানা গেছে। উড়ালপথের রেল লাইনের ওপরে মেট্রোরেলের চলার ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২০ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলের উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটটি লাইন-৬ বলা হয়। গেল জুলাই মাস পর্যন্ত সব মিলিয়ে কাজ এগিয়েছে ৬৮ দশমিক ৪৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ হয়েছে সবচেয়ে বেশি। এ অংশে কাজ হয়েছে ৮৮ দশমিক ১৮ শতাংশ। আগামী ডিসেম্বরে এই অংশটি মেট্রোরেলে যাত্রী পরিবহনের জন্য চালু করতে চায় সরকার।
রাজধানীর যানজট কমাতে ও নগরবাসীর যাতায়াত আরামদায়ক মেট্রোরেল নির্মাণকাজ শুরু হয় ২০১২ সালে। প্রকল্পের নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা দিচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) ও ৫ হাজার ৩৯০ কোটি টাকা বাংলাদেশ সরকারের।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২৭ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে