নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সেই শিশুকে স্বজনদের জিম্মায় দিয়েছে পুলিশ। এ ছাড়া বাবা–মাও কথা দিয়েছেন, তাঁরা সন্তানের সামনে আর ঝগড়া–বিবাদ করবেন না।
আজ শনিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
ওসি মহসীন বলেছেন, ‘শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরিবার দাবি করেছে, মা মানসিকভাবে অসুস্থ, তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাউন্সেলিং করতে হবে। তিনি এর আগেও মনোরোগ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।’
গতকাল শুক্রবার বিকেলে ৯৯৯–এ ফোনকল পেয়ে আট বছর বয়সী ওই শিশুকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানার পুলিশ।
অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের কাছে শিশুটি জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন। বাবা তাকে বলেছেন, কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এ জন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। কল দিয়ে সে মায়ের বিরুদ্ধে নির্যাতনের নালিশ দিয়েছে।
শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে উদ্ধার ও মাকে আটকের পর থানায় পরিবারের অন্য সদস্য ও স্বজনদের ডাকা হয়। ওসি মহসীন জানিয়েছেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিশুটিকে তার দাদা, নানা, নানিসহ অন্য স্বজনেরা এসে তাদের জিম্মায় নিয়ে যান। শিশুটির বাবা–মা সন্তানের সামনে আর ঝগড়া করবেন না বলেও পুলিশকে কথা দিয়েছেন।

সরকারি জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে মায়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া সেই শিশুকে স্বজনদের জিম্মায় দিয়েছে পুলিশ। এ ছাড়া বাবা–মাও কথা দিয়েছেন, তাঁরা সন্তানের সামনে আর ঝগড়া–বিবাদ করবেন না।
আজ শনিবার মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
ওসি মহসীন বলেছেন, ‘শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। পরিবার দাবি করেছে, মা মানসিকভাবে অসুস্থ, তাঁকে চিকিৎসকের কাছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাউন্সেলিং করতে হবে। তিনি এর আগেও মনোরোগ চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বজনেরা।’
গতকাল শুক্রবার বিকেলে ৯৯৯–এ ফোনকল পেয়ে আট বছর বয়সী ওই শিশুকে উদ্ধার ও তার মাকে (৩০) আটক করে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানার পুলিশ।
অভিযোগকারী শিশুটি মিরপুর ৬০ ফিট এলাকার একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। পুলিশের কাছে শিশুটি জানিয়েছে, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে মা তাকে প্রায়ই মারধর করেন। বাবা তাকে বলেছেন, কোনো বিপদে পড়লে ৯৯৯-এ কল দিতে। এই নম্বরে কল দিলে পুলিশ আসে। এ জন্য সে মোবাইল ফোনে ৯৯৯-এ কল দিয়েছিল। কল দিয়ে সে মায়ের বিরুদ্ধে নির্যাতনের নালিশ দিয়েছে।
শিশুটির বাবা পেশায় এসির মেকানিক। মা গৃহিণী। শিশুটিকে উদ্ধার ও মাকে আটকের পর থানায় পরিবারের অন্য সদস্য ও স্বজনদের ডাকা হয়। ওসি মহসীন জানিয়েছেন, গতকাল দিবাগত রাত ১২টার দিকে শিশুটিকে তার দাদা, নানা, নানিসহ অন্য স্বজনেরা এসে তাদের জিম্মায় নিয়ে যান। শিশুটির বাবা–মা সন্তানের সামনে আর ঝগড়া করবেন না বলেও পুলিশকে কথা দিয়েছেন।

চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষের টাকাসহ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের (অফিস) সহকারী শাহ আলমকে (৪৮) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
১২ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচরে সৈয়দ মুন্সি বাড়ি মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের এক প্রাক্তন ছাত্রীকে নিয়ে পালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই মাদ্রাসায় আগুন ধরিয়ে দেয়।
১৫ মিনিট আগে
সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে আজ দুপুর পৌনে ১২টার দিকে পুরান ঢাকার তাঁতীবাজার মোড়, সাড়ে ১২টায় মিরপুর টেকনিক্যাল মোড় ও বেলা ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগে
চট্টগ্রাম নগরের হামজারবাগ এলাকায় ৩৫টি সোনার বার ছিনতাইয়ের মামলায় মহানগর ছাত্রদলের বহিষ্কৃত নেতা ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুলসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩৪টি মামলা রয়েছে।
৪০ মিনিট আগে