কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (দক্ষিণ কেরানীগঞ্জ) ফটকে দায়িত্বরত কারারক্ষীদের ওপর বন্দীদের স্বজনেরা হামলা চালিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী সৈয়দ আনিসুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় সরকারি সম্পদ নষ্টসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা সজীব রানা, মিরপুরের বাসিন্দা মো. রুহুল আমিন ও জামালপুরের সরিষাবাড়ীর বাসিন্দা মো. রঞ্জু।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারারক্ষীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ।
জানা গেছে, গতকাল সকাল থেকে জামিন পাওয়া বন্দীদের রিসিভ করতে কারা ফটকের সামনে তাঁদের কয়েক শ স্বজন উপস্থিত হন। তাঁরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন। অনেক বন্দী মুক্তি পেলেও ক্ষুব্ধ স্বজনদের বন্দীদের মুক্তি পেতে দেরি হচ্ছিল। সকাল থেকে অপেক্ষা করেও জামিন পাওয়া বন্দীর দেখা না পেয়ে ক্ষুব্ধ ২০-২৫ স্বজন প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় কারারক্ষীদের সঙ্গে প্রথমে তাঁদের বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জামিন পাওয়া বন্দীদের মুক্তির সময় নানাভাবে তাঁদের হয়রানি করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ডিসি প্রসিকিউশনের ছাড়পত্রের নামে সময়ক্ষেপণ করা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বজনদের মধ্যে ক্ষোভ ছিল।
এ বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (দক্ষিণ কেরানীগঞ্জ) ফটকে দায়িত্বরত কারারক্ষীদের ওপর বন্দীদের স্বজনেরা হামলা চালিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
এদিকে এ ঘটনায় রাতেই ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী প্রধান কারারক্ষী সৈয়দ আনিসুর রহমান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় সরকারি সম্পদ নষ্টসহ বিশৃঙ্খলা সৃষ্টি করে কারা নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন রাজধানীর পল্লবীর বাসিন্দা সজীব রানা, মিরপুরের বাসিন্দা মো. রুহুল আমিন ও জামালপুরের সরিষাবাড়ীর বাসিন্দা মো. রঞ্জু।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, কারারক্ষীদের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে কারা কর্তৃপক্ষ।
জানা গেছে, গতকাল সকাল থেকে জামিন পাওয়া বন্দীদের রিসিভ করতে কারা ফটকের সামনে তাঁদের কয়েক শ স্বজন উপস্থিত হন। তাঁরা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে আসেন। অনেক বন্দী মুক্তি পেলেও ক্ষুব্ধ স্বজনদের বন্দীদের মুক্তি পেতে দেরি হচ্ছিল। সকাল থেকে অপেক্ষা করেও জামিন পাওয়া বন্দীর দেখা না পেয়ে ক্ষুব্ধ ২০-২৫ স্বজন প্রধান ফটক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় কারারক্ষীদের সঙ্গে প্রথমে তাঁদের বাগ্বিতণ্ডা ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত কারারক্ষী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জামিন পাওয়া বন্দীদের মুক্তির সময় নানাভাবে তাঁদের হয়রানি করা হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও ডিসি প্রসিকিউশনের ছাড়পত্রের নামে সময়ক্ষেপণ করা হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বজনদের মধ্যে ক্ষোভ ছিল।
এ বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
ঝিনাইদহ শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান দুটি পথ বন্ধ করে শহীদ মিনার গোলচত্বর সড়কে সংস্কারকাজ চলছে। এতে অতিরিক্ত আধা থেকে এক কিলোমিটার ঘুরে শহরে যাওয়া-আসা করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে লোকজনকে।
২৬ মিনিট আগেপাবনার ফরিদপুর উপজেলায় অন্তত আড়াই শ কারখানায় তৈরি হচ্ছে অবৈধ চায়না দুয়ারি জাল। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব কারখানায় অবাধে তৈরি হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল। খোঁজ নিয়ে জানা গেছে, এই এলাকার তৈরি করা জাল বিক্রি করা হচ্ছে চলনবিলসহ দেশের বিভিন্ন অঞ্চলে। জলজ জীববৈচিত্র্যের জন্য চায়না দুয়ারি জাল...
৩৪ মিনিট আগেখুলনা বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দেড় ঘণ্টা সড়ক অবরোধের পর বিক্ষোভ সমাবেশ, প্রতীকী অনশন এবং ক্লাস পরীক্ষা বর্জনের...
১ ঘণ্টা আগেকক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ের কৃষক মোহাম্মদ আলী (৫০) চলতি বোরো মৌসুমে স্থানীয় মাছকারিয়া বিলে ৫ একর জমিতে বোরো ধানের চাষ করেছিলেন। ধানও পেকে উঠেছে। বৈশাখের মাঝামাঝিতে ধান কাটার প্রস্তুতি ছিল তাঁর। তবে বৃষ্টিতে জমির পাশের পাহাড়ে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের বর্জ্য এসে তাঁর অধিকাংশ পাকা..
১ ঘণ্টা আগে