Ajker Patrika

সাপুড়ের বক্সে ২৫ হাজার পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১৫: ২০
সাপুড়ের বক্সে ২৫ হাজার পিস ইয়াবা

সাপুড়ে পেশার আড়ালে অভিনব কায়দায় সাপের বক্সের ভেতরে ইয়াবা রেখে পাচারের সময় ২৫ হাজার পিস ইয়াবাসহ সাপুড়ে আসলামকে মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ছনবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা এনায়েত কবির শোয়েব। 

এনায়েত কবির শোয়েব জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ অভিযান চালিয়ে এক সাপুড়েকে আটক করেছে। তাঁর সঙ্গে থাকা সাপের বক্সের ভেতর থেকে ২৫ হাজার ৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বক্সের ভেতরে সাপ রেখে তার নিচে অভিনব কায়দায় আলাদাভাবে বক্স তৈরি করে তার ভেতরে ইয়াবা রেখেছিলেন। 

গ্রেপ্তার আসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবকে জানিয়েছেন, তিনি সাপুড়ে পেশার আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। 

আসলামের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

আজকের রাশিফল: চাকরিতে সুখবর আসবে, সঙ্গীকে ‘সরি’ বলতে দ্বিধা করবেন না

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

১০৩ কর্মী নেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত