প্রতিনিধি

গোপালগঞ্জ: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাইশুর বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমের তিনটি টিনের চাল ঝড় উড়িয়ে নিয়ে গেছে। বর্তমানে ২২ জন বৃদ্ধ ও বৃদ্ধা আশ্রমের মন্দিরে আশ্রয় নিয়েছেন। গত বুধবার বিকালের ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের এ বৃদ্ধাশ্রম। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক ও প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ১৯৯৬ সালে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি। শুরু থেকেই এখানে ২৩ জনের থাকার ব্যবস্থা করি। অনেকে এই বৃদ্ধাশ্রমেই মারা গেছেন। আবার নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন। এভাবে ২৫ বছর ধরে বৃদ্ধাশ্রম চলিয়ে নিচ্ছি। ভিক্ষা করে আমি এ বৃদ্ধাশ্রমের কাজ শুরু করি। এর পাশাপাশি প্রশাসন, দেশের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকরা সাহায্য সহযোগিতা করেছেন।
তাদের সহযোগিতায় তিল তিল করে এখানে বৃদ্ধদের থাকার ঘর নির্মাণ করেছি। প্রতিষ্ঠা করেছি ভজনালয়। এছাড়া এখানে পুকুর, বাথরুম, রান্নাঘরসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। বুধবারের ঝড়ে বৃদ্ধাশ্রমটির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃদ্ধাশ্রমের নিবাসীরা মন্দিরে আশ্রয় নিয়েছেন। ইউএনও বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে সাহায্য সহযোগিতা করেছেন। এখন আমরা সংস্কারের কাজ শুরু করেছি।
এ ব্যাপারে কাশিয়ানী ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, আমরা বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। সেখানে চাল ও শুকনা খাবার দিয়েছি। সেই সাথে বৃদ্ধাশ্রমটি সংস্কারের জন্য গতকাল বৃহস্পতিবার এক লাখ টাকা অনুদান দিয়েছি।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, মানবিক মানুষ আশুতোষ বিশ্বাস কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে বৃদ্ধদের সেবায় নিয়োজিত। তার এ মহৎ কাজের সাথে আমরা সবসময় পাশে আছি। উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবো। এ মানবসেবাকে আমরা এগিয়ে নেব।

গোপালগঞ্জ: ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে হাইশুর বৃদ্ধাশ্রম। ওই বৃদ্ধাশ্রমের তিনটি টিনের চাল ঝড় উড়িয়ে নিয়ে গেছে। বর্তমানে ২২ জন বৃদ্ধ ও বৃদ্ধা আশ্রমের মন্দিরে আশ্রয় নিয়েছেন। গত বুধবার বিকালের ঘূর্ণিঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের এ বৃদ্ধাশ্রম। তবে কেউ আহত হননি বলে জানিয়েছেন বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাস।
গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়, উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হাইশুর বৃদ্ধাশ্রমের সেবক ও প্রতিষ্ঠাতা আশুতোষ বিশ্বাস বলেন, ১৯৯৬ সালে বৃদ্ধাশ্রমটি গড়ে তুলি। শুরু থেকেই এখানে ২৩ জনের থাকার ব্যবস্থা করি। অনেকে এই বৃদ্ধাশ্রমেই মারা গেছেন। আবার নতুন করে বৃদ্ধ-বৃদ্ধা এসেছেন। এভাবে ২৫ বছর ধরে বৃদ্ধাশ্রম চলিয়ে নিচ্ছি। ভিক্ষা করে আমি এ বৃদ্ধাশ্রমের কাজ শুরু করি। এর পাশাপাশি প্রশাসন, দেশের গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবকরা সাহায্য সহযোগিতা করেছেন।
তাদের সহযোগিতায় তিল তিল করে এখানে বৃদ্ধদের থাকার ঘর নির্মাণ করেছি। প্রতিষ্ঠা করেছি ভজনালয়। এছাড়া এখানে পুকুর, বাথরুম, রান্নাঘরসহ সব সুযোগ সুবিধার ব্যবস্থা করেছি। বুধবারের ঝড়ে বৃদ্ধাশ্রমটির ব্যাপক ক্ষতি হয়েছে। বৃদ্ধাশ্রমের নিবাসীরা মন্দিরে আশ্রয় নিয়েছেন। ইউএনও বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করে সাহায্য সহযোগিতা করেছেন। এখন আমরা সংস্কারের কাজ শুরু করেছি।
এ ব্যাপারে কাশিয়ানী ইউএনও রথীন্দ্র নাথ রায় বলেন, আমরা বৃদ্ধাশ্রমটি পরিদর্শন করেছি। সেখানে চাল ও শুকনা খাবার দিয়েছি। সেই সাথে বৃদ্ধাশ্রমটি সংস্কারের জন্য গতকাল বৃহস্পতিবার এক লাখ টাকা অনুদান দিয়েছি।
কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, মানবিক মানুষ আশুতোষ বিশ্বাস কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সাথে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে বৃদ্ধদের সেবায় নিয়োজিত। তার এ মহৎ কাজের সাথে আমরা সবসময় পাশে আছি। উপজেলা পরিষদ থেকে ক্ষতিগ্রস্ত বৃদ্ধাশ্রমে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা করবো। এ মানবসেবাকে আমরা এগিয়ে নেব।

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। আজ সোমবার বিকেলে টঙ্গী মেঘনা রোড এলাকায় গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ নামের কারখানায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলার সময় উল্লাস করায় ফরিদপুরে হোস্টেলে জুনিয়র শিক্ষার্থীদের ওপর সিনিয়র শিক্ষার্থীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় হোস্টেলের জানালা, দরজা ও আসবাবপত্র ভাঙচুরও করা হয়। হামলায় আহত অবস্থায় সাতজন শিক্ষার্থীকে ফরিদপুর মেডিকেল কলেজ
২৩ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে মশালমিছিল ও সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি
২৭ মিনিট আগে
মাদারীপুর সদর উপজেলায় অনাদি বিশ্বাস (৩৫) নামের এক শিক্ষককে হাতুড়িপেটা করেছে দুই কিশোর। আজ সোমবার সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। কী কারণে শিক্ষকের ওপর হামলা হলো, তা স্পষ্ট নয়।
৩৪ মিনিট আগে