নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বহুমুখী প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতা ও তাঁর সহযোগী শহিদুল ইসলাম দিদারকে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলের দিকে দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ের করা দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ও একই সঙ্গে পাঁচ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ আগস্ট দুই মামলায় দুজনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ১ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটের সময় র্যাব-৪ এর একটি দল মিরপুর-১ নম্বর গোল চত্বরের উত্তর পাশে মুক্তবাংলা মার্কেটের সামনে ফুট ওভারব্রিজের নিচ থেকে এই দুই জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল বিদেশি মদ এবং মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণা করা বিভিন্ন দলিলপত্র ও সনদপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) আমির আলী শাহ আলী থানায় পৃথক দুটি মামলা করেন। পরে অনলাইনে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করে র্যাব।
মামলায় বলা হয়, ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তারের পর তাঁরা ইয়াবা ও বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। একই সঙ্গে কখনো সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, কখনো চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ পরিচয় দেওয়া, কখনো বিভিন্ন সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, কখনো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, জাল-জালিয়াতির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ অর্জন করা এবং এর মাধ্যমে প্রতারণা করে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেন।

বহুমুখী প্রতারক ডা. ইশরাত রফিক ঈশিতা ও তাঁর সহযোগী শহিদুল ইসলাম দিদারকে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকার মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
বিকেলের দিকে দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল-জালিয়াতির মাধ্যমে প্রতারণার অভিযোগে দায়ের করা দুই মামলায় ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তদন্ত কর্মকর্তা তাঁদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ও একই সঙ্গে পাঁচ দিন রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২ আগস্ট দুই মামলায় দুজনকে ছয় দিন করে রিমান্ডে নেওয়া হয়।
এর আগে গত ১ আগস্ট সকাল ৯টা ৩৫ মিনিটের সময় র্যাব-৪ এর একটি দল মিরপুর-১ নম্বর গোল চত্বরের উত্তর পাশে মুক্তবাংলা মার্কেটের সামনে ফুট ওভারব্রিজের নিচ থেকে এই দুই জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট, পাঁচ বোতল বিদেশি মদ এবং মিথ্যা সরকারি কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণা করা বিভিন্ন দলিলপত্র ও সনদপত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক (পুলিশ পরিদর্শক) আমির আলী শাহ আলী থানায় পৃথক দুটি মামলা করেন। পরে অনলাইনে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগে তাঁদের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের করে র্যাব।
মামলায় বলা হয়, ডাক্তার ঈশিতা ও তাঁর সহযোগী দিদারকে গ্রেপ্তারের পর তাঁরা ইয়াবা ও বিদেশি মদ ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন। একই সঙ্গে কখনো সরকারি কর্মচারী পরিচয় দেওয়া, কখনো চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ পরিচয় দেওয়া, কখনো বিভিন্ন সংগঠনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, কখনো সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দেওয়া, জাল-জালিয়াতির মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সনদ অর্জন করা এবং এর মাধ্যমে প্রতারণা করে অবৈধভাবে আর্থিকভাবে লাভবান হওয়ার কথা স্বীকার করেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে