জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘যেসব মানুষের জীবনে কোনো প্রিয় গান, শখ, খেলা এসব নেই তাদের জীবন আসলে অন্তঃসারশূন্য। তারা একঘেয়ে জীবনযাপন করে। সবার জীবনে কিছু না কিছু প্রিয় জিনিস থাকা অবশ্যই দরকার।’
আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ইনডোর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে হবে। আমি নিজে যদি শরীরচর্চা না করি তাহলে আমিও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো না। আগে খেলাধুলায় একধরনের বৈষম্য ছিলো নারী-পুরুষের। এ খেলা ছেলেরা খেলতে পারবে, মেয়েরা পারবে না বিষয়গুলো এমন ছিলো। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী এ বৈষম্য দূর করেছেন।
উপাচার্য আরও বলেন, জীবনটা দাবার চালের মতো। দাবা থেকে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা নিতে হবে। আমাদের খেলাধুলার সঙ্গে সংযুক্ত থাকতে হবে কারণ খেলা সংঘাত থেকে দূরে রাখে মানুষকে। আসলে আমরা সবাই মানুষ কিন্তু মানবিক মানুষ না। আমাদের মানবিক হয়ে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের দুস্থ শিক্ষার্থীদের বিষয়ে এসময় উপাচার্য সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এবার প্রায় ৬৫ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়েছে। আমাদের দুস্থ শিক্ষার্থীদের প্রতি নজর দিতে হবে। আমি ডিনদের নির্দেশ দিবো এসব শিক্ষার্থীর তালিকা তৈরি করতে। এদের সহযোগিতা না করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্থক হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী। তিনি বলেন, আমাদের বেশ কিছু সংকট আছে। ইনডোর আউটডোর গেমসে জায়গা স্বল্পতা প্রকট। আমাদের সুনাগরিক হওয়া প্রয়োজন। সুনাগরিক হওয়ার পিছনেও সুস্বাস্থ্যে ও খেলাধুলা গুরুত্বপূর্ণ। খেলাধুলায় শুধু জিততে হবে এমন নয়, হেরে যাওয়ার মধ্যেও আনন্দ খুঁজতে হবে আমাদের।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক নেতৃবৃন্দ, প্রক্টর, ক্রীড়া উপকমিটির সদস্যরাসহ শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘যেসব মানুষের জীবনে কোনো প্রিয় গান, শখ, খেলা এসব নেই তাদের জীবন আসলে অন্তঃসারশূন্য। তারা একঘেয়ে জীবনযাপন করে। সবার জীবনে কিছু না কিছু প্রিয় জিনিস থাকা অবশ্যই দরকার।’
আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ইনডোর গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
উপাচার্য সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সবাইকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে হবে। আমি নিজে যদি শরীরচর্চা না করি তাহলে আমিও ভালো ভালো কাজ উপহার দিতে পারবো না। আগে খেলাধুলায় একধরনের বৈষম্য ছিলো নারী-পুরুষের। এ খেলা ছেলেরা খেলতে পারবে, মেয়েরা পারবে না বিষয়গুলো এমন ছিলো। কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী এ বৈষম্য দূর করেছেন।
উপাচার্য আরও বলেন, জীবনটা দাবার চালের মতো। দাবা থেকে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার শিক্ষা নিতে হবে। আমাদের খেলাধুলার সঙ্গে সংযুক্ত থাকতে হবে কারণ খেলা সংঘাত থেকে দূরে রাখে মানুষকে। আসলে আমরা সবাই মানুষ কিন্তু মানবিক মানুষ না। আমাদের মানবিক হয়ে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের দুস্থ শিক্ষার্থীদের বিষয়ে এসময় উপাচার্য সাদেকা হালিম বলেন, বিশ্ববিদ্যালয় থেকে এবার প্রায় ৬৫ লাখ টাকার বৃত্তি দেওয়া হয়েছে। আমাদের দুস্থ শিক্ষার্থীদের প্রতি নজর দিতে হবে। আমি ডিনদের নির্দেশ দিবো এসব শিক্ষার্থীর তালিকা তৈরি করতে। এদের সহযোগিতা না করতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন সার্থক হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির চৌধুরী। তিনি বলেন, আমাদের বেশ কিছু সংকট আছে। ইনডোর আউটডোর গেমসে জায়গা স্বল্পতা প্রকট। আমাদের সুনাগরিক হওয়া প্রয়োজন। সুনাগরিক হওয়ার পিছনেও সুস্বাস্থ্যে ও খেলাধুলা গুরুত্বপূর্ণ। খেলাধুলায় শুধু জিততে হবে এমন নয়, হেরে যাওয়ার মধ্যেও আনন্দ খুঁজতে হবে আমাদের।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক নেতৃবৃন্দ, প্রক্টর, ক্রীড়া উপকমিটির সদস্যরাসহ শিক্ষার্থীরা।

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৫ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে