Ajker Patrika

অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও যাত্রীর সমাগম নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও যাত্রীর সমাগম নেই

করোনা মহামারির দুই বছর পর স্বস্তির ঈদযাত্রার অপেক্ষায় লাখ লাখ মানুষ। রাজধানী থেকে দেশের প্রতিটি প্রান্তে গ্রামের বাড়িতে ছুটবে তাঁরা। তাই ঘরমুখো মানুষের কথা মাথায় রেখে গত ১৫ এপ্রিল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। কিন্তু অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও বাসের টিকিট কাউন্টারে নেই তেমন ভিড়। অনলাইনে টিকিট বিক্রি হলেও সশরীরে টিকিট বিক্রির হার প্রত্যাশার চেয়ে অনেক কম।

গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথম দিনের মতো শনিবারও যাত্রীদের ভিড় ছিল না। অগ্রিম টিকিট বিক্রির কাউন্টারে অলস বসে ছিলেন টিকিট বিক্রেতারা। টার্মিনালে নেই কোন কোলাহল। মাঝে মাঝে কাউন্টারে টিকিট কাটতে এসেছিলেন হাতেগোনা কিছু যাত্রী। তবে পরিবহন কর্তৃপক্ষের আশা, ঈদ যতই কাছাকাছি আসবে, কাউন্টারে আরও ভিড় বাড়বে, টিকিট বিক্রিও হবে অনেক।

এদিকে কাউন্টারের বাইরে সহজ ডট কমের মাধ্যমেও অনলাইনে বাসের অগ্রিম টিকিট দেওয়া হয়েছে। এবার অনলাইনে বাসের ৩০ ভাগ অগ্রিম টিকিট দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনলাইনে বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। বাস কোম্পানিগুলো বলছে, কাউন্টারের তুলনায় অনলাইনে বাসের শতভাগ টিকিট বিক্রি হয়েছে।

অনলাইনের টিকিটের বিষয়ে সহজের জনসংযোগ কর্মকর্তা ফারহাদ আহমেদ বলেন, ১৫ এপ্রিল থেকে সহজের ওয়েবসাইটে বেশির ভাগ বাসের অগ্রিম টিকিট ছাড়া হয়েছে। শুক্রবারের বেশির ভাগ টিকিট অনলাইনে বিক্রি হয়ে গেছে।

অগ্রিম টিকিটের যাত্রী সংকটের বিষয়ে শ্যামলী পরিবহনের মালিক ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, প্রথমত এবার অগ্রিম টিকিট একটু আগে ছাড়া হয়েছে। একই সঙ্গে ঈদে মানুষ লম্বা ছুটি পাচ্ছে, ফলে যাত্রীরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন কবে বাড়ি ফিরবেন। তা ছাড়া ট্রেনের টিকিট আর কদিন পরেই দেবে। যখন মানুষ ট্রেনের টিকিট পাবেন না, তখন আবার বাসের টিকিটের জন্য আসবেন। সবকিছু মিলে এখন বাসের টিকিটের চাপ কম। তবে শেষের দিকে বাসের টিকিটের একটা চাপ পড়বে।

দেশের সড়ক পরিস্থিতির বিষয়ে তিনি আরও জানান, উত্তরাঞ্চলের সড়কের কাজ চলছে। সে ক্ষেত্রে কিছুটা যানজট হতে পারে এই সড়কে। তবে তা সহনীয় পর্যায়ে থাকবে। তা ছাড়া এবারের ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে এবং টিকিটের কালোবাজারি রোধে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত