নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শারদীয় দুর্গোৎসবে আজ বুধবার মহাষ্টমীর দিনে মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছে মানুষের। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে অনেক দর্শনার্থী এসেছিল কুমারী পূজা দেখতে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার কুমারী পূজার আয়োজন হয়নি বলে জানিয়েছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।
পাঁচ দিনের দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমীতে আজ বুধবার সকালে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেল অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। পূজা শেষে ভক্ত ও পূজারিরা অষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশ নেয়।
পুরান ঢাকার তাঁতি বাজার এলাকা থেকে গোপীবাগের রামকৃষ্ণ মিশনে এসেছেন জয় বণিক। এবার কুমারী পূজা না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'এই মন্দিরের মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছর দেখতে আসি। গত বছর করোনার কারণে হয়নি, ভেবেছি এবার হবে। কিন্তু এবারও হলো না।'
লক্ষ্মীবাজার এলাকা থেকে এসেছেন প্রীতি দত্ত। সঙ্গে মা অল্পনা দত্ত ও ছেলে প্রীতম সমাঝদারকে নিয়ে। প্রীতি দত্ত বলেন, 'বছরে এক বারই আসে দুর্গাপূজা। মায়ের প্রতি ভক্তি জানাতেই পূজায় আসি।'
দুর্গাপূজায় মহাষ্টমী রামচন্দ্রের জন্য প্রসিদ্ধ বলে জানালেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'রামচন্দ্র সপ্তমীর দিনে রাবণের মাথা কেটে দিলেন। মহাষ্টমীর দিনে আবার রাবণের মাথা কাটলেন। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণকে বদ করেছেন রামচন্দ্র।'
করোনায় মানুষের ভিড় এড়াতে এবার কুমারী পূজা হয়নি জানিয়ে রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ বলেন, 'দুর্গাপূজার একটি বিশিষ্ট অংশ হচ্ছে কুমারী পূজা। স্বাভাবিক সময়ে আমাদের এখানে অষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করি। করোনার কারণে শারীরিক দূরত্ব মানা কঠিন হবে, তাই দুই বছর ধরে কুমারী পূজা বন্ধ। আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে কুমারী পূজা হবে।'
দুর্গোৎসবের চতুর্থ দিনে আগামীকাল বৃহস্পতিবার রয়েছে মহানবমী। নিয়ম অনুসারে সকালে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ করা হবে।

শারদীয় দুর্গোৎসবে আজ বুধবার মহাষ্টমীর দিনে মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছে মানুষের। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে অনেক দর্শনার্থী এসেছিল কুমারী পূজা দেখতে। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবার কুমারী পূজার আয়োজন হয়নি বলে জানিয়েছেন রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ।
পাঁচ দিনের দুর্গোৎসবের তৃতীয় দিন মহাষ্টমীতে আজ বুধবার সকালে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমী বিহিত পূজা শুরু হয়। পূজা শেষে অঞ্জলি ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেল অনুষ্ঠিত হয় সন্ধিপূজা। পূজা শেষে ভক্ত ও পূজারিরা অষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশ নেয়।
পুরান ঢাকার তাঁতি বাজার এলাকা থেকে গোপীবাগের রামকৃষ্ণ মিশনে এসেছেন জয় বণিক। এবার কুমারী পূজা না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করে বলেন, 'এই মন্দিরের মূল আকর্ষণ কুমারী পূজা। প্রতি বছর দেখতে আসি। গত বছর করোনার কারণে হয়নি, ভেবেছি এবার হবে। কিন্তু এবারও হলো না।'
লক্ষ্মীবাজার এলাকা থেকে এসেছেন প্রীতি দত্ত। সঙ্গে মা অল্পনা দত্ত ও ছেলে প্রীতম সমাঝদারকে নিয়ে। প্রীতি দত্ত বলেন, 'বছরে এক বারই আসে দুর্গাপূজা। মায়ের প্রতি ভক্তি জানাতেই পূজায় আসি।'
দুর্গাপূজায় মহাষ্টমী রামচন্দ্রের জন্য প্রসিদ্ধ বলে জানালেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ। তিনি আজকের পত্রিকাকে বলেন, 'রামচন্দ্র সপ্তমীর দিনে রাবণের মাথা কেটে দিলেন। মহাষ্টমীর দিনে আবার রাবণের মাথা কাটলেন। অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে রাবণকে বদ করেছেন রামচন্দ্র।'
করোনায় মানুষের ভিড় এড়াতে এবার কুমারী পূজা হয়নি জানিয়ে রামকৃষ্ণ মিশন ঢাকার অধ্যক্ষ বলেন, 'দুর্গাপূজার একটি বিশিষ্ট অংশ হচ্ছে কুমারী পূজা। স্বাভাবিক সময়ে আমাদের এখানে অষ্টমীর দিনে কুমারী পূজার আয়োজন করি। করোনার কারণে শারীরিক দূরত্ব মানা কঠিন হবে, তাই দুই বছর ধরে কুমারী পূজা বন্ধ। আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে কুমারী পূজা হবে।'
দুর্গোৎসবের চতুর্থ দিনে আগামীকাল বৃহস্পতিবার রয়েছে মহানবমী। নিয়ম অনুসারে সকালে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ করা হবে।

নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ মিনিট আগে
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিলের রায়ের পরদিনই শাকসু নির্বাচন, অর্থাৎ কালকে রায় হলে পরশু ইলেকশন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাকসুর নির্বাচনের পক্ষে ইতিবাচক রায়ের জন্য বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাবে।
৫ মিনিট আগে
এক শীত চলে গেছে, আরেক শীতের মৌসুম শেষ হওয়ার পথে, তবু শীতার্তদের জন্য বিদেশে থেকে অনুদান হিসেবে পাওয়া ৮ কনটেইনার শীতবস্ত্র পৌঁছায়নি দুস্থদের কাছে। ১০ মাস আগে এসব শীতবস্ত্র কনটেইনারে করে চট্টগ্রাম বন্দরে পৌঁছালেও আমলাতান্ত্রিক জটিলতায় মালপত্র এখনো খালাস করা যায়নি।
৮ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
৪৩ মিনিট আগে