ঢামেক প্রতিবেদক

রাজধানীর ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নির্মম নির্যাতনের শিকার লিজা (১২) নামে এক কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বসুন্ধরার বি ব্লকের, ৪ নম্বর রোডের ১৯৩ নম্বর বাসার দরজার তালা খুলে ভেতরে বাথরুম থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতনের শিকার লিজাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার লিজা জানায়, তুচ্ছ সব কারণে তাকে নির্যাতন করা হতো। ঘুম থেকে দেরি করে উঠলে, কাজ না পারলে, পাশের বাসার বিড়াল শব্দ করলেও গৃহকর্মীর ছেলের অভিযোগেও লিজাকে মারধর করা হতো। রান্না করার গরম খুন্তি দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ছ্যাঁকা দেওয়া হতো। এ ছাড়া রড দিয়ে পিটানো হতো। সবশেষ তাকে বাথরুমে আটকে রেখে তিন দিন আগে বাসা থেকে চলে গিয়েছে গৃহকর্তা গৃহকর্ত্রী। তিন দিন বাথরুমের পানি খেয়ে বেঁচে ছিল। অনেক কান্নাকাটি করেও কারও সাড়া পায়নি।
লিজা জানায়, তার বাড়ি ময়মনসিংহ জেলায়। বাবা রতন তাদের রেখে চলে গেছে। মা সেলিনা অন্যত্র বিয়ে করেছে। এক ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় লিজা। দুই মাস আগে কমলা নামে এক নারী তাকে ওই বাসায় কাজে দিয়েছে সাড়ে ৩ হাজার টাকা বেতনে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাসুদ জানান, বেলা ৩টার পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বসুন্ধরার ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে পরে তালা খুলে নির্যাতনের শিকার লিজাকে বাথরুমের ভেতর আটকানো অবস্থায় পাওয়া যায়।
এসআই আরও জানান, গৃহকর্মীর সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ওই শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে গৃহকর্তা এজাস সাকলাইন ও গৃহকর্ত্রী তানজিমা হাসেম। তারপরে খালি বাসায় থাকে বাথরুমে আটকে রেখেছিল। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ৯৯৯ নাইনে ফোন দিলে পুলিশ সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, শিশুটির বাবা মা থেকেও নেই বাবা অনেক আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে। সেও আরেকটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে। বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার পরপরই ওই দম্পতি আটক করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

রাজধানীর ভাটারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নির্মম নির্যাতনের শিকার লিজা (১২) নামে এক কিশোরী গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ৩টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বসুন্ধরার বি ব্লকের, ৪ নম্বর রোডের ১৯৩ নম্বর বাসার দরজার তালা খুলে ভেতরে বাথরুম থেকে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতনের শিকার লিজাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
নির্যাতনের শিকার লিজা জানায়, তুচ্ছ সব কারণে তাকে নির্যাতন করা হতো। ঘুম থেকে দেরি করে উঠলে, কাজ না পারলে, পাশের বাসার বিড়াল শব্দ করলেও গৃহকর্মীর ছেলের অভিযোগেও লিজাকে মারধর করা হতো। রান্না করার গরম খুন্তি দিয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ছ্যাঁকা দেওয়া হতো। এ ছাড়া রড দিয়ে পিটানো হতো। সবশেষ তাকে বাথরুমে আটকে রেখে তিন দিন আগে বাসা থেকে চলে গিয়েছে গৃহকর্তা গৃহকর্ত্রী। তিন দিন বাথরুমের পানি খেয়ে বেঁচে ছিল। অনেক কান্নাকাটি করেও কারও সাড়া পায়নি।
লিজা জানায়, তার বাড়ি ময়মনসিংহ জেলায়। বাবা রতন তাদের রেখে চলে গেছে। মা সেলিনা অন্যত্র বিয়ে করেছে। এক ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় লিজা। দুই মাস আগে কমলা নামে এক নারী তাকে ওই বাসায় কাজে দিয়েছে সাড়ে ৩ হাজার টাকা বেতনে।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাসান মাসুদ জানান, বেলা ৩টার পরে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বসুন্ধরার ওই বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া ছিল। দারোয়ানের কাছ থেকে চাবি নিয়ে পরে তালা খুলে নির্যাতনের শিকার লিজাকে বাথরুমের ভেতর আটকানো অবস্থায় পাওয়া যায়।
এসআই আরও জানান, গৃহকর্মীর সমস্ত শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ওই শিশুটিকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে গৃহকর্তা এজাস সাকলাইন ও গৃহকর্ত্রী তানজিমা হাসেম। তারপরে খালি বাসায় থাকে বাথরুমে আটকে রেখেছিল। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ৯৯৯ নাইনে ফোন দিলে পুলিশ সেই বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, শিশুটির বাবা মা থেকেও নেই বাবা অনেক আগে তার স্ত্রীকে তালাক দিয়েছে। সেও আরেকটা বিয়ে করে অন্য জায়গায় চলে গেছে। বিষয়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। ঘটনার পরপরই ওই দম্পতি আটক করা হয়েছে।
এ বিষয়ে আগামীকাল রোববার সংবাদ সম্মেলন মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অভিযোগে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টিসহ স্বৈরাচারী শাসনব্যবস্থার বিভিন্ন সহযোগী ব্যক্তি ও গোষ্ঠী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এ সকল ব্যক্তি ও দল অতীতে গণতন্ত্র ধ্বংস, ভোটাধিকার হরণ, মানবাধিকার...
১৩ মিনিট আগে
খাদেমুল ইসলাম খুদি এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জোটসঙ্গী দল জাসদের কেন্দ্রীয় নেতা ছিলেন। পরে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন। গত বছরের ৩ ডিসেম্বর এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের অনুমোদনে খুদিকে আহ্বায়ক করে
১ ঘণ্টা আগে
ফরিদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ মো. জহির মোল্লা (৪২) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে। আজ বুধবার ভোর ৫টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বসুনরসিংহদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, ‘এই গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, যাতে ফ্যাসিবাদ আর ফিরে না আসে, আয়নাঘরের মতো নিপীড়নের পুনরাবৃত্তি না হয়, লুটপাট ও বিদেশে অর্থ পাচার বন্ধ হয়।’
১ ঘণ্টা আগে