জবি প্রতিনিধি
৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চের’ ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জরুরি সংবাদ সম্মেলনে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে নওশীন জয়া এই ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতার সমন্বয়ে এই ‘জবি ঐক্য’ গঠন হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন জয়া বলেন, ‘আজকে আমরা ইউজিসি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। সেখানে আমরা ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয় থেকে যে ৩০৫ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেটা কাটছাঁট করা যাবে না, সে কথা বলেছিলাম। ইউজিসি অপারগতা প্রকাশ করেছে। তাই আমরা আগামীকাল বেলা ১১টায় ‘লংমার্চ টু যমুনা’ ঘোষণা করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর থেকে ফ্যাসিস্ট সরকার এত দিন সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। জবি ঐক্য থেকে ও শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লংমার্চ ঘোষণা করছি।’
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘আমাদের আবাসন ও বাজেট বৃদ্ধিতে আজকের মিটিংয়ে ইউজিসি কোনো সন্তোষজনক সিদ্ধান্ত দিতে পারেনি, তারা মিটিংয়ে আবার মিটিংয়ের কথা বলেছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সংগঠনের যে ঐক্য হয়েছে, সেই ঐক্য সিদ্ধান্ত নিয়েছে, আমরা পরশু না, আগামীকালই আমাদের অধিকার আদায়ে জন্য লংমার্চ টু যমুনা ও দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনায় অবস্থানের ঘোষণা করেছি।’
রায়হান হাসান রাব্বি আরও বলেন, ‘কাল সব জবিয়ানের জন্য বাস চলবে। সব পরীক্ষা বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা বর্জন করে সবাইকে মার্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়সাল মুরাদ, শাখা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
৭০ শতাংশ আবাসন ভাতা, বাজেট বৈষম্য দূরীকরণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব প্রকল্পকে অগ্রাধিকার দেওয়ার দাবিতে আগামীকাল বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ‘লংমার্চের’ ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জরুরি সংবাদ সম্মেলনে ‘জবি ঐক্য’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে নওশীন জয়া এই ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয়ের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতার সমন্বয়ে এই ‘জবি ঐক্য’ গঠন হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন জয়া বলেন, ‘আজকে আমরা ইউজিসি চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম। সেখানে আমরা ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা, বিশ্ববিদ্যালয় থেকে যে ৩০৫ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, সেটা কাটছাঁট করা যাবে না, সে কথা বলেছিলাম। ইউজিসি অপারগতা প্রকাশ করেছে। তাই আমরা আগামীকাল বেলা ১১টায় ‘লংমার্চ টু যমুনা’ ঘোষণা করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।’
শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘বেগম খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পর থেকে ফ্যাসিস্ট সরকার এত দিন সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছিল। জবি ঐক্য থেকে ও শিক্ষকদের সঙ্গে নিয়ে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য লংমার্চ ঘোষণা করছি।’
ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান হাসান রাব্বি বলেন, ‘আমাদের আবাসন ও বাজেট বৃদ্ধিতে আজকের মিটিংয়ে ইউজিসি কোনো সন্তোষজনক সিদ্ধান্ত দিতে পারেনি, তারা মিটিংয়ে আবার মিটিংয়ের কথা বলেছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব সংগঠনের যে ঐক্য হয়েছে, সেই ঐক্য সিদ্ধান্ত নিয়েছে, আমরা পরশু না, আগামীকালই আমাদের অধিকার আদায়ে জন্য লংমার্চ টু যমুনা ও দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনায় অবস্থানের ঘোষণা করেছি।’
রায়হান হাসান রাব্বি আরও বলেন, ‘কাল সব জবিয়ানের জন্য বাস চলবে। সব পরীক্ষা বন্ধ থাকবে। ক্লাস-পরীক্ষা বর্জন করে সবাইকে মার্চে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে এম রাকিব, শাখা শিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ফয়সাল মুরাদ, শাখা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—১. আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর ধ্বংস ঠেকানো যাচ্ছে না। ঈদের ছুটিতে বেশ কয়েকটি ভবন ভাঙা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কিছু স্থাপনা ভাঙার কাজ স্থগিত হয়েছে। সাধারণত ছুটির সময়গুলোতে ভবন ভাঙার কাজ করা হয়ে থাকে। কারণ এ সময় অফিস বন্ধ থাকে, তদারকিও কম থাকে।
৪ ঘণ্টা আগেমৌলভীবাজারে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল। এটি এ জেলার মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসাস্থল। তবে এই ভরসার জায়গায় কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। প্রতিষ্ঠার ৪১ বছর পার হলেও ২০২৫ সালে এসে মাত্র ৪১ জন চিকিৎসক দিয়ে ধুঁকে ধুঁকে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম।
৫ ঘণ্টা আগেকুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নে ভিজিএফের (ভালনারেবল গ্রুপ ফিডিং) তালিকায় দুস্থদের বাদ দিয়ে সচ্ছলদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এতে ঈদ উপলক্ষে দেওয়া ভিজিএফের চাল পায়নি দুস্থরা। ঈদুল আজহার আগের দিন ভিজিএফের চাল বিতরণ শেষ করা হয়।
৫ ঘণ্টা আগেপ্রতিবছর ভাঙনে সংকুচিত হচ্ছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। এ বছর বর্ষার শুরুতে ভাঙনের কবলে পড়েছে সৈকতের সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত ঝাউবাগান। গত ১৫ দিনে কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত অন্তত ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সৈকততীরের দৃষ্টিনন্দন ঝাউবন সাগরে বিলীন হয়ে যাচ্ছে।
৫ ঘণ্টা আগে